cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
গোটা ব্রিটেন জুড়ে কর্মচারি সংকট থাকায় এবার আগামী ক্রিসমাসে কর্মী সংকট কা’টাতে কাজে যোগ দিলেই ২ হাজার পাউন্ড বোনাসের ঘোষণা দিয়েছে ফার্মগুলো। ব্রিটেনের জব ওয়েবসাইট অ্যাডজুনা জানিয়েছে সামনে আসন্ন ক্রিসমাসের এই সময়ে বর্তমানে প্রায় ২৬,৩০৭ টি সিজনাল চাকরির পদ খালি আছে। যা গত বছরের এই সময়েই চাইতে দ্বিগুণ।
ব্রিটেনের ব্রেক্সিট ও করো’নাভাই’রাসের কারণে মহামা’রির আগের সময়ের চাইতে সিজনাল জব ভ্যাকান্সি প্রায় সোয়া গুণ বেড়েছে। অ্যাডজুনা ওয়েবসাইটে প্রকাশিত ১২ লাখ চাকরির নিয়োগ অফার বিশ্লেষণে দেখা যায়, চাকরির বাজারে প্রতিনিয়তই কর্মী চাহিদা বাড়ছে। সামনের শীতে পণ্য সরবরাহ থেকে শুরু করে অন্যান্য চাহিদা বাড়ছে। শীতে পণ্য সরবরাহ থেকে শুরু করে অন্যান্য সার্ভিসগুলো নিরবিচ্ছিন্নভাবে চালাতে এখনো অ’তিরিক্ত ১ লাখ ৩০ হাজার কর্মী প্রয়োজন।
অ্যাডজুনা জানিয়েছে, ক্রিসমাসকে সামনে রেখে প্রায় ১৩০০ নতুন পদ খালি হয়েছে। আর এই পদগুলোতে কর্মী সংকট কা’টাতে আমাজন তাদের ওয়্যারহাউজে চাকরির জন্য ২ হাজার পাউন্ড বোনাস ঘোষণা দিয়েছে। ডিপিডি ওয়্যার হাউজে রাত্রীকালিন দায়িত্বের জন্য ১ হাজার পাউন্ড বোনাস দিচ্ছে। এছাড়া ওকাডো, এও ডট কম এবং হ্যান্ড পিকড হোটেলের মতো প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের বেতন মাসিক ৫০০ পাউন্ড করার ঘোষণা দিয়েছে।
এদিকে টেসকোর প্রায় ৮৭১ টি পদ খালি রয়েছে, ডেলিভা’রি কোম্পানি হারমাসের রয়েছে ৭৪০ টি পদ এবং রয়্যাল মিলের ২০০ টি পদ খালি আছে। লরি ড্রাইভা’র থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের ডেলিভা’রি ম্যান, ওয়্যার হাউজে বিপুল পরিমাণ লোকবল সংকট সামনের ক্রিসমাসে সংকট তৈরি করবে বলে আশ’ঙ্কা করা হচ্ছে।
ব্রিটেনের হসপিটালিটি, রিটেইল অ্যান্ড লজিস্টিক সেক্টরের এক প্রতিনিধি বলেছে, ক্রিসমাসের আগেই এই সংকট কাটিয়ে উঠতে পারবে তারা। এতে ক্রিসমাস খুবই নিরবচ্ছিন্ন ভাবেই সম্পন্ন হবে।
বিশেষজ্ঞরা বলছেন, মূলত লরি ড্রাইভা’র সংকটের কারণেই সমস্যাগুলো প্রকট হচ্ছে। এতে সা’প্লাই চেইন মেনটেন হচ্ছে না। আর এতে সুপার মা’র্কে’টের শেলফ গুলো খালি পরে থাকছে।