cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাবের সঙ্গে গো’লাগু’লিতে দুই জন নি’হত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। রোববার (৭ নভেম্বর) ভোরের দিকে জে’লার শ্রীমঙ্গলে মিরতিঙ্গা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব-৯ এর ব্যাটালিয়ান কমান্ডার বসু দত্ত চাকমা।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, নি’হত দুইজন কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসান হ’ত্যা মা’মলার আ’সামি হতে পারে। তবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
র্যাব-৯ এর ব্যাটালিয়ান কমান্ডার বসু দত্ত চাকমা জানান, ভোর রাতে চা বাগান এলাকায় ওই দুই জন র্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে গু’লি চালায়। আত্ম’রক্ষায় র্যাবও পাল্টা গু’লি করে। পরে ঘটনাস্থল থেকে দুই জনের গু’লিবিদ্ধ ম’রদেহ উ’দ্ধার করা হয়।
তিনি বলেন, ‘আম’রা পরিচয় নিশ্চিত হতে কাজ করছি। তবে কেউ কেউ বলছেন এরা কয়দিন আগে হওয়া আ’লোচিত ব্যবসায়ী নাজমুল হ’ত্যা মা’মলার আ’সামি। আম’রা পরিচয় যাচাই বাছাই করে নিশ্চিত হব।’
এর আগে গত ৩১ অক্টোবর দুপুরে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজার এলাকায় নিজ বাড়ির সামনে ছু’রিকাঘাতে গুরুতর আ’হত হন নাজমুল। সিলেটের একটি হাসপাতা’লে নেয়া হলে সন্ধ্যা ৭টার দিকে তিনি মা’রা যান।
এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাই’রাল হয়। তাতে দেখা যায়, কালো একটি মাইক্রোবাসে আসা ৯ ব্যক্তি নাজমুলকে ধাওয়া দেয়। এক পর্যায়ে নিজ বাড়ির সামনে এসে মাটিতে পড়ে যান তিনি। তখন নাজমুলকে এলোপাতাড়ি কু’পিয়ে ফেলে যায় ওই ৯ জন।