cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ভা’রতের ত্রিপুরায় গরু চো’র স’ন্দেহে বাংলাদেশি এক নাগরিককে পি’টিয়ে হ’ত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে ত্রিপুরার সিপাহীজলা জে’লার একটি গ্রামে এই হ’ত্যাকা’ণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে এনডিটিভি।
দেশটির এই সংবাদমাধ্যম বলছে, ত্রিপুরায় গরু চো’র স’ন্দেহে এক ব্যক্তিকে পি’টিয়ে হ’ত্যা করেছেন স্থানীয়রা। শুক্রবার গভীর রাতে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে স’ন্দেহভাজন তিনজন গরু চোরাকারবারি ত্রিপুরায় প্রবেশ করেন বলে অ’ভিযোগ রয়েছে।
পরে তারা সিপাহীজলা জে’লার সোনামুরার কমল নগর গ্রামের বাসিন্দা লিটন পলের বাড়ি থেকে গরু চু’রির চেষ্টা করেন। প্রতিবেশিদের সহযোগিতায় বাড়ির মালিক ওই তিন বাংলাদেশির একজনকে আ’ট’ক করেন। দু’জন সেখান থেকে পালিয়ে গেলেও একজন ঘটনাস্থলে মা’রা যান।
পু’লিশ বলছে, স্থানীয় একদল উত্তেজিত জনতার পি’টুনিতে ওই ব্যক্তি মা’রা গেছেন। শনিবার সকালের দিকে পু’লিশ নি’হত ব্যক্তির কাছে একটি মোবাইল ফোন ও বাংলাদেশি মুদ্রা টাকা পেয়েছে।
স্থানীয়রা বলেছেন, ওই তিন বাংলাদেশি কমল নগর গ্রামের বাসিন্দা লিটনের বাড়িতে ঢুকে গরু চু’রির চেষ্টা করেন। এ সময় লিটন পল বাধা দেওয়ার চেষ্টা করলে কু’পিয়ে তার কান কে’টে দেন তারা।
কমল নগর গ্রামের স্থানীয় একজন বাসিন্দা দেশটির অ’পর ইংরেজি সংবাদমাধ্যম নিউজ১৮-কে বলেন, অ’ভিযু’ক্ত দুই চো’র পালিয়ে গেছেন এবং একজন গ্রামবাসীর হাতে ধ’রা পড়েন। পরে গ্রামবাসীরা তাকে লা’ঠি দিয়ে বেধড়ক মা’রপিট করেন।
তিনি বলেন, ‘আ’ট’ককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদের সময় বি’ভ্রান্তিকর তথ্য দিয়েছিলেন।’ এদিকে, আ’হত লিটন পল আগরতলার জিবি হাসপাতা’লে চিকিৎসা নিয়েছেন।
ত্রিপুরার এক ত’দন্ত কর্মক’র্তা বলেছেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী— নি’হত ব্যক্তির বাড়ি বাংলাদেশের কুমিল্লা জে’লার জামনগরে। তার সঙ্গে আরও দু’জন ছিলেন। তিনজনই কুমিল্লার বাসিন্দা। আম’রা নি’হত ব্যক্তির কাছে বাংলাদেশি টাকা এবং একটি মোবাইল ফোন পেয়েছি।’