cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ইংলিশ চ্যানেল পেরিয়ে যু’ক্তরাজ্যে যাওয়ার পথে প্রা’ণ হারিয়েছেন দুই অ’ভিবাসনপ্রত্যাশী। এই সপ্তাহে প্রায় ৪০০ অ’ভিবাসনপ্রত্যাশীকে উ’দ্ধার করা হয়েছে বলেও জানা যায়। শুক্রবার (৫ নভেম্বর) ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানায় ইনফো মাইগ্রেন্ট।
জানা যায়, আবহাওয়া কিছুটা স্থিতিশীল হতেই ফ্রান্স ও যু’ক্তরাজ্যের মাঝে থাকা ইংলিশ চ্যানেলে তৎপরতা বাড়ছে। কিন্তু একই সাথে চলতি সপ্তাহে খবরে উঠে আসছে সাগরে নানা দুর্ঘ’টনার খবর।
ফরাসি নৌ-কর্তৃপক্ষ এই পরিস্থিতির বিষয়ে একটি বিবৃতি দিয়ে বুধবার জানায়, ”চারশরও বেশি মানুষকে আম’রা উ’দ্ধার করেছি। যদিও আমাদের সমস্ত চেষ্টা সত্ত্বেও একজনকে মৃ’ত অবস্থায় পেয়েছি আম’রা। নি’খোঁজ রয়েছেন আরেকজন।”
এই বিবৃতি প্রকাশের পর বৃহস্পতিবার ফ্রান্সের কালে শহরের ভিসান্ট সমুদ্রতটের কাছে একটি পরিত্যক্ত নৌকায় আরেক অ’ভিবাসনপ্রত্যাশীর মৃ’তদেহ খুঁজে পাওয়া যায়।
কর্তৃপক্ষের মতে, সাগরের পানি স্থির থাকলেও নৌকায় ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ থাকার ফলে এমন দুর্ঘ’টনা ঘটে থাকতে পারে।
এই সপ্তাহে আবহাওয়া ভালো থাকায় সাগরপথে অ’বৈধভাবে যু’ক্তরাজ্যে প্রবেশের চেষ্টায় নেমেছেন বহু অ’ভিবাসনপ্রত্যাশী।
বারবার সাবধান করা সত্ত্বেও ইংলিশ চ্যানেলের ঝুঁ’কিপূর্ণ পথে রওয়ানা দেন অ’ভিবাসনপ্রত্যাশীরা, যাদের মধ্যে অনেকে ফ্রান্সের উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে আসছেন বেশ কয়েক বছর ধরে, যাদের অ’ভিবাসনের যাত্রার শেষ গন্তব্য যু’ক্তরাজ্য।