cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাঁচা ম’রিচ চাষ করা হয়েছে। মহাকাশচারীরা সেই কাঁচা ম’রিচ খেয়েছেন বলে নাসা জানিয়েছে।
মহাকাশে কোনো কোনো সবজির চাষ সম্ভব তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছে। সেই গবেষণার অংশ হিসেবেই গত জুনে পৃথিবী থেকে প্রচুর কাঁচা ম’রিচের বীজ নিয়ে যাওয়া হয়েছিল মহাকাশ স্টেশনে।
মঙ্গল বা চাঁদে মহাকাশচারীদের দীর্ঘ দিন থাকতে হলে সেখানেই কী’ কী’ জিনিস ফলানো সম্ভব তা বুঝতেই মহাকাশ স্টেশনে এই পরীক্ষা করা হয়েছিল বলে নাসার তরফ থেকে জানানো হয়েছে। গত শুক্রবার মহাকাশ স্টেশনে বীজ থেকে প্রথম কাঁচা ম’রিচের ফলন সম্ভব হয়েছে বলে নাসা জানিয়েছে।
এ ব্যাপারে খুদে ব্লগিং সাইট টুইটারে নাসার মহাকাশচারী মেগান ম্যাকআর্থার জানান, মহাকাশ স্টেশনে যে কাঁচা ম’রিচ হয়েছে, গরুর মাংসের সঙ্গে তারা তা খেয়েছেন।
গত জুলাইয়ে নাসার তরফ থেকে জানানো হয়েছিল, পৃথিবী থেকে নিয়ে যাওয়া বীজ থেকে মহাকাশ স্টেশনে চার মাসের মধ্যেই কাঁচা ম’রিচ চাষ করা যাবে বলে আশা করা হচ্ছে।
নাসা আরও জানিয়েছিল, সেই কাঁচা ম’রিচ যদি খাওয়ার মতো মনে হয় তা হলে মহাকাশ স্টেশনেই তা চেখে দেখবেন মহাকাশচারীরা। তার পর সেখানে ফলানো বাকি কাঁচা ম’রিচ পৃথিবীতে ফিরিয়ে আনা হবে তার খাদ্যগুণ যথার্থ কি না তা পরীক্ষা করতে। মহাকাশে ফলানো বিভিন্ন ফসল খাওয়ার ফলে মহাকাশচারীদের উপর কী’ কী’ প্রভাব পড়তে পারে তাও খতিয়ে দেখা হবে বলে নাসা জানিয়েছিল।