cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের বিশ্বনাথে ম’সজিদে মাইকিং করে গ্রামবাসী ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মধ্যে সং’ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্কুলছাত্রসহ অন্তত ২০ জন আ’হত হয়েছেন।
সূত্র জানায়, রামপাশা ও রাজাগঞ্জ বাজার সড়কে তেঘরি গ্রাম নামক স্থান অ’তিক্রমের সময় দেলোয়ার হোসেনের রিকশা এবং স্কুলছাত্র লোকমান হোসেনের ভ্যানের সং’ঘর্ষ হয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
রিকশাচালক দেলোয়ার হোসেন রামপাশা বাজারে গিয়ে তার স্ট্যান্ডের সবাইকে ঘটনা অবগত করেন। এ সময় রিকশাচালকরা একত্রিত হয়ে রামপাশা কোনাপাড়া গ্রামের সমজিদে মাইকিং করে স্কুলছাত্র লোকমানদের টমেটো ক্ষেতে গিয়ে হা’মলা চালায়। এ সময় উভ’য়পক্ষ সং’ঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পু’লিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সং’ঘর্ষে স্কুলছাত্র পক্ষের আ’হতরা হলেন- স্কুলছাত্র লোকমান হোসেন (১৭), তার পিতা ওয়ারিছ আলী (৬৫), বড়ভাই বুরহান উদ্দিন (২৮), একই গ্রামের আফতাব আলীর ছে’লে জমির আলী (৩১), আব্দুল খালিকের ছে’লে শাকিব আহম’দ (১৯), আজর আলীর ছে’লে একলাছ মিয়া (৪৮), শমশের আলীর ছে’লে একরামুল (১৯), আব্দুল কাদিরের ছে’লে শাহ’জাহান (২০) ও নুর উদ্দিনের শি’শুপুত্র জিসান আহম’দ (১০)।
এছাড়া অটোরিকশা চালকদের পক্ষে আ’হতরা হলেন- দিলোয়ার হোসেন (১৯), রিকশাচালক লয়লু মিয়া (৩০), চান মিয়া (৩৩), মাছুম মিয়া (২২), মৌরশ আলী (২৫) ও আলমগীর হোসেন (২৬)।
সূত্র জানিয়েছে, উভ’য়পক্ষের আ’হত কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে ভর্তি করা হয়েছে।