সর্বশেষ আপডেট : ১০ ঘন্টা আগে
বুধবার, ২৯ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৫ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

‘নামাজের দিকে ডাকতে ডাকতে’ চলে গেলেন মুয়াজ্জিন

ফজরের নামাজের আজানরত অবস্থায় হাসানি নামের মিসরী এক মুয়াজ্জিনের ই’ন্তেকাল হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)

তার এমন সুন্দর মৃ’ত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই মুয়াজ্জিনের জন্য দোয়া করার পাশাপাশি নিজেদেরও যেন এরকম ‘খাতেমাহ বিল-খাইর’ (উত্তম বিদায়) হয়, আল্লাহর কাছে সেই প্রার্থনা করছেন।

সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, মিসরের আল-মানুফিয়া জে’লার আল-বাজাউর এলাকার এক ম’সজিদে স্থানীয় সময় শুক্রবার ঘটনাটি ঘটে।

আজানের ‘হাইয়া আলাস সালাহ’ (নামাজের জন্য এসো)-এই অংশটুকু বলা শেষ হওয়ার পর মুয়াজ্জিন আলহাজ হাসানির ই’ন্তেকাল হয়।

স্থানীয়রা জানান, তিনি আদতে অ’ত্যন্ত ভালো এবং সদাচারী একজন মানুষ ছিলেন।

আলহাজ হাসানির পুত্র মাহমুদ হাসানি জানান, কয়েক বছর যাবত তার বাবা মহল্লার ম’সজিদে স্বেচ্ছায় এবং বিনা পারিশ্রমিকে আজান দেন। শুধু তিনি-ই নামাজি ছিলেন না; বরং অন্যদেরও নামাজের প্রতি যত্নবান হতে দাওয়াত দিতেন।

ই’ন্তেকালের দিনের ঘটনা বর্ণনা করে মাহমুদ হাসানি বলেন, ‘প্রতিদিনের মত শুক্রবারও ভোরে অজু করে আমা’র বাবা ম’সজিদে যান। তিনি আজান শুরু করেছেন, আম’রা তাও শুনি। কিন্তু হঠাৎ ‘হাইয়া আলাস সালাহ’ বলার পরে আর কোন আওয়াজ শোনা যায়নি। আম’রা দৌঁড়ে ম’সজিদে গেলাম একথা জানতে যে, কেন আজান পরিপূর্ণভাবে দেওয়া হলো না। কিন্তু যখন আম’রা ম’সজিদে প্রবেশ করি, তখন দেখি আমা’র পিতা ম’সজিদের মেঝোতে কিবলামুখী হয়ে পড়ে আছেন। বুঝতে পারি-তিনি আর পৃথিবীতে নেই।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: