সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মিজানুর রহমান আজহারীর যুক্তরাজ্য প্রবেশে নিষেধাজ্ঞা!

আগামী ৩১ অক্টোবর একটি ইস’লামী কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন মিজানুর রহমান আজহারী। কিন্তু তিনদিনেও লন্ডনে পৌঁছাতে পারেন নি। লন্ডনে আসার পথে কাতারে ট্রানজিটে আ’ট’কা পড়েন আজহারী। কাতারের ইমিগ্রেশন থেকে আজহারীকে লন্ডনের বিমানে উঠতে দেয়া হয়নি।

দুইদিন দেন দরবারের পরে ব্রিটিশ সরকার তার ভিসা বাতিল করে দেয়। বাতিল করা ভিসার বহালের জন্য লণ্ডনে হাই’কোর্টে আপিল করা হয়েছে। হাই’কোর্টের বিচারক হোম অফিসকে ২ দিনের সময় দিয়েছেন, কেন মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল হলো সে বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য। সেই হিসাবে সপ্তাহের শেষ থাকায় মঙ্গলবারের আগে বিষয়টি সুরাহা হওয়ার আর কোন সুযোগ নেই।

এদিকে ব্রিটেনে যে অনুষ্ঠানে মিজানুর রহমান আজহারী উপস্থিত থাকার কথা সেই অনুষ্ঠান আয়োজক আইওন টিভি, অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেছে। লণ্ডন সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুক তাদের টিভির ফেসবুক পেইজে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

সেখানে বলেছেন, বিশেষ কারনে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরে আবারো অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা দেয়া হবে। এক্ষেত্রে টিকেট হাতে রাখার জন্য বলা হয়েছে। নতুন তারিখ ঘোষণা হলে তখন এই টিকে’টেই কনফারেন্সের দেখা যাবে বলে আইওন টিভির ঘোষনায় জানা গেছে। এদিকে ব্রিটেনের বাকি শহরগুলোর অনুষ্ঠান স্থগিতের কোন ঘোষণা হয়নি। আইওন টিভি আশা করছে, হোম অফিসের বক্তব্যের পরে হয়তো মা’ওলানা আজহারীর ভিসা পুণঃঃবহাল হবে।

আতাউল্লাহ ফারুক তার বার্তায় কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নয় আহবান জানান। কেউ ব্যাক্তিস্বার্থে কিছু করলে সেটা কমিউনিটির জন্য ভালো হবে না বলেও হুশিয়ারি দেন।

এই ব্যাপারে হোম অফিসের মিডিয়া এন্ড প্রেস অফিসে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোন তথ্য দিতে অ’পারগতা প্রকাশ করে। মিজানুর রহমান আজহারীর বিষয়টি নিয়ে তাদের কাছে আরো অনেকেই জানতে চেয়েছে। কিন্ত বাধ্যবাধকতা থাকায় তার কোন তথ্য দেয় নি। আমন্ত্রণ কারীদের পক্ষ থেকে ও কোন ধরণের স্বচ্ছ ধারণা না দেয়াতে নানা রকম আলোচনা সমালোচনা চলছিল।

তবে বিভিন্ন অসম’র্থিত সূত্র থেকে জানা গেছে, লন্ডনের আয়োজকগণ আইনী ভাবে আজহারীর যু’ক্তরাজ্য সফর নিশ্চিত করতে চেয়েছিলেন এবং জরুরী জুডিশিয়াল রিভিউর আবেদন করেছিলেন। এবং ভা’র্চুয়াল আ’দালতে তার শুনানী হয়। বিচারক ব্রিটেন প্রবেশে আজহারির উপর নিষেধাজ্ঞা জারি বহাল রাখেন।ভিন্ন ধ’র্ম স’ম্পর্কে ঘৃ’ণা ছড়ানোর অ’ভিযোগে যু’ক্তরাজ্যে নিষিদ্ধ করে দেয়া হয় আজহারীকে। তবে আজহারীকে এই ভিসা বাতিলের সিদ্ধান্তের বি’রুদ্ধে আপিল করার সুযোগ দেয়া হয়েছে। এখন ব্রিটেনে আসতে হলে মালয়েশিয়া অথবা বাংলাদেশে গিয়ে আইনি ল’ড়াই জিতে আসতে হবে আজহারীকে।

উল্লেখ্য, ৩১ অক্টোবর রবিবার থেকে লণ্ডনসহ ব্রিটেনের ৬টি শহরে ইস’লামী বক্তব্যের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান উপলক্ষে সারা ব্রিটেনের বিভিন্ন শহরে ১৫ পাউন্ড থেকে ১০০ পাউণ্ডের মূল্যের ১২ হাজার টিকেট বিক্রি হয়েছিলো।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে আয়োজক সহযোগী চ্যারিটি সংস্থার অনলাইন টিকে’টের সাইটে কনফারেন্সের স্থগিতের ঘোষনা দেয়া হয়।

উল্লেখ্য, আজহারী আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আয়োজক আইওন টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়েছেন আবার একাত্তরের ঘা’তক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযু’দ্ধের স্বপক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন। অনেকেই ব্রিটিশ এমপি থেকে শুরু করে হোম অফিসসহ বিভিন্ন সংশ্লিষ্ট জায়গায় মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বক্তব্য, যেখানে অন্য ধ’র্মকে আ’ঘাত করা হয়েছে, যেসব বক্তব্য ঘৃনা ছড়ায় এমন সব ভিডিও পাঠানো হয়েছে। এমনকি আজহারীর উপর হযরত মোহাম্ম’দ (সা:) কে অবমাননা করে বক্তব্য দেয়ার অ’ভিযোগও আছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: