সর্বশেষ আপডেট : ৩ ঘন্টা আগে
মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

গত ২৪ ঘন্টায় সিলেটে করোনা আক্রান্ত ১২

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) করো’না আ’ক্রান্ত হয়ে কেউ মা’রা যাননি। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের করো’না শনাক্ত হয়েছে। এ দিন সুস্থ হয়ে উঠেছেন ৪০ জন।

বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এখন পর্যন্ত বিভাগে করো’নাভা’রাই’রাসে আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন ১ হাজার ১৭৪ জন। এর মধ্যে সিলেট জে’লায় সর্বোচ্চ ৯৮১ জন, সুনামগঞ্জে ৭৩ জন, হবিগঞ্জে ৪৮ জন এবং মৌলভীবাজার জে’লায় ৭২ জন মা’রা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়। মোট পরীক্ষার ১.৩৪ শতাংশের করো’না শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জে’লায় ১.৬২ শতাংশ, সুনামগঞ্জে শূন্য শতাংশ, হবিগঞ্জে শূন্য শতাংশ এবং মৌলভীবাজারে শূন্য শতাংশ।

নতুন শনাক্ত হওয়া ১২ জনের সবাই সিলেট জে’লার বাসিন্দা। জে’লার বাসিন্দা এ নিয়ে বিভাগে করো’নাভাই’রাসে আ’ক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৮৩৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সিলেট জে’লায় সর্বোচ্চ ৩৩ হাজার ৭৮৮ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৪ জন, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৮ জন ও মৌলভীবাজারে ৮ হাজার ১৫৮ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করো’না আ’ক্রান্ত হয়ে ৬ জন বিভিন্ন হাসপাতা’লে ভর্তি হয়েছেন। তারা সবাই সিলেট জে’লার হাসপাতা’লে ভর্তি আছেন।

এ নিয়ে বিভাগে আজ সকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতা’লে ১২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জে’লার বিভিন্ন হাসপাতা’লে ১০ এবং সুনামগঞ্জের হাসপাতা’লে ২ জন চিকিৎসাধীন আছেন।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে ১৩ জন সিলেট জে’লার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ২০ জন এবং মৌলভীবাজার জে’লার ৬ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ৪৮ হাজার ৮৩৭ জন করো’নাভাই’রাসে আ’ক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জে’লায় ৩১ হাজার ৫৯৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ৭৪ জন, হবিগঞ্জ জে’লায় ৩ হাজার ৮৮৪ জন ও মৌলভীবাজারে ৭ হাজার ৩৮০ জন সুস্থ হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: