cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে আরিফুল ইস’লাম রাহাতকে হ’ত্যা করা হয় বলে পু’লিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন খু’নের ঘটনার মা’মলায় প্রধান আ’সামি সামসুদ্দোহা সাদী।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে গ্রে’প্তার সাদীকে নিয়ে ঢাকায় এক সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছে পু’লিশের অ’প’রাধ ত’দন্ত বিভাগ (সিআইডি)। এর আগে মঙ্গলবার রাতে সামসুদ্দোহা সাদীকে কুষ্টিয়া জে’লার দৌলতপুর ইউনিয়নের দুর্গম চর এলাকা থেকে গ্রে’প্তার করে সিআইডি।
সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, রাহাত খু’নের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় ঘটনার ছায়া ত’দন্ত শুরু করে সিআইডি। বিশেষ পু’লিশ সুপার মুক্তা ধরের নির্দেশনায় এলআইসি’র একটি চৌকস টিম কুষ্টিয়া জে’লার দৌলতপুর ইউনিয়নের দুর্গম চর এলাকা থেকে মা’মলার এজাহারনামীয় প্রধান আ’সামি সামসুদ্দোহা সাদীকে (২৩) গ্রে’প্তার করে।
সাদীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে সিআইডি জানায়, তিনি হ’ত্যার ঘটনা স্বীকার করেছেন। বয়সে সাদী ছিলেন রাহাতের চেয়ে বড়। এজন্য তিনি রাহাতের কাছে ‘জ্যেষ্ঠতা’ (সিনিয়রিটি) দাবি করে আসছিলেন। এ নিয়ে উভ’য়ের বিবাদের অংশ হিসেবে হ’ত্যাকা’ণ্ডটি সংঘটিত হয়।
ঘটনার সময় সাদীর পকে’টে ছোরা ছিল বলে জানায় সিআইডি। সেটি দিয়েই তিনি রাহাতকে ছু’রিকাঘাত করেন। ঘটনার পর সাদী পালিয়ে ঢাকার মিরপুরে অবস্থান করেন। সেখান থেকে আত্মগো’পনে কুষ্টিয়ায় চলে যান তিনি।
সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, সামসুদ্দোহা সাদীকে গ্রে’প্তারের পর কাল রাতে কুষ্টিয়া থেকে ঢাকায় নিয়ে আসা হয়। এরপর আজ রাজধানী ঢাকার মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ সুরমা সরকারি কলেজের মূল ফট’কের ভেতরে ছু’রিকাঘাতে খু’ন হন পুরান তেতলি গ্রামের সুরমান মিয়ার ছে’লে ও কলেজের এইচএসসি দ্বিতীয়বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র আরিফুল ইস’লাম রাহাত। তাকে উপুর্যুপুরি ছু’রিকাঘাত করে পালিয়ে যায় হন্তারকরা।
ঘটনায় পরদিন শুক্রবার রাতে রাহাতের চাচা শফিকুল ইস’লাম বাদী হয়ে দক্ষিণ সুরমা থা’নায় সাদিসহ ৩ জনের নাম উল্লেখ করে একটি হ’ত্যা মা’মলা দায়ের করেন। মা’মলায় আ’সামি হিসেবে নামোল্লেখ করা হয় সিলাম পশ্চিমপাড়া গ্রামের জামাল মিয়ার ছে’লে তানভীর এবং আহম’দপুর গ্রামের মৃ’ত গৌছ মিয়ার ছে’লে সানির।