cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
গত রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভা’রতের বিপক্ষে ১০ উইকে’টে জিতেছে পা’কিস্তান। ১৩ বারের চেষ্টায় বিশ্বকাপে ভা’রতের বিপক্ষে এটি পা’কিস্তানের প্রথম জয়।
পা’কিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক ইম’রান খান, ওয়াসিম আকরাম, ইনজামাম উল হক, শহিদ আফ্রিদি যা করে দেখাতে পারেননি, তাই করে দেখিয়েছেন বাবর আজম।
স্বাভাবিকভাবেই পা’কিস্তানবাসী এখন আনন্দে উত্তাল। নেচেগেয়ে তারা এ জয় উদযাপন করছেন।
তবে অধিনায়ক বাবর আজম ঐতিহাসিক এই জয় ভিন্নভাবে উদযাপন করছেন। তিনি ২৫০ শি’শুর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।
এর জন্য অ্যাডটেক প্ল্যাটফর্ম নুনে’র সঙ্গে কাজ করবেন তিনি। তাদের অংশীদারিত্বে ২৫০ জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করেই বাবর আজম পা’কিস্তানের জয় উদযাপন করতে চান।
২৭ বছর বয়সী এ তারকা জানিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করার উদ্যোগটি তার বাবার। জানা গেছে, এর জন্য পা’কিস্তানি মুদ্রায় ২০ লাখ রুপির একটি তহবিল (ফান্ড) গঠন করা হবে।
সোমবার সামাজিক মাধ্যম টুইটারে বাবর লেখেন, আমি শীর্ষস্থানীয় অ্যাডটেক প্ল্যাটফর্ম নুনের মাধ্যমে ২৫০ জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করে উদযাপন করতে চাই। এটি আমা’র বাবা মোহাম্ম’দ আজম এবং সায়া কর্পোরেশনের জন্য উৎসর্গ করলাম।