cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বিভিন্ন সময়ে ভা’রতে পাচার হওয়া ১৯ বাংলাদেশি নারীকে বেনাপোল বন্দর দিয়ে দেশে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ভা’রতের পেট্রাপোল ইমিগ্রেশন পু’লিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পু’লিশের কাছে পাচার হওয়া ওই নারীদের হস্তান্তর করে। দুই থেকে তিন বছর আগে বিভিন্ন সীমান্ত পথে তাদের ভা’রতে পাচার করা হয়েছিল বলে জানা গেছে।
দেশে ফেরাদের মধ্যে ১২ জনকে গ্রহণ করেছে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার, ছয়জনকে রাইটস যশোর এবং একজনকে গ্রহণ করেছে যশোর মহিলা আইনজীবী সমিতি। এই তিন এনজিও সংস্থা ও সমিতি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার সিনিয়ার প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, সংসারে অভাব-অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময়ে ভালো কাজের কথা বলে দালালরা তাদের ভা’রতে পাচার করে। পরে বিভিন্ন ঝুঁ’কিপূর্ণ কাজে তাদের ব্যবহার করে। ভা’রতীয় পু’লিশ খবর পেয়ে পাচারকারীদের হাত থেকে উ’দ্ধার করে তাদের আ’দালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় ভা’রতীয় বিভিন্ন এনজিও সংস্থা দ্বারা পরিচালিত শেল্টার হোমে। কলকাতায় নিযু’ক্ত বাংলাদেশ দূতাবাস তাদের দেশে ফেরার বিষয়ে তৎপরতা শুরু করে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের এক পর্যায়ে ভা’রত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে আজ তারা দেশে ফিরে আসে।
বেনাপোল ইমিগ্রেশন পু’লিশের ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মো. রাজু আহমেদ বলেন, ভা’রতে অ’বৈধভাবে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় পু’লিশ তাদের আ’ট’ক করে এবং আ’দালতে পাঠায়। সেখান থেকে পুনের রেসকিউ ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয় এবং বিভিন্ন শেল্টার হোমে রাখে। পরে তাদের সহযোগিতায় পাচার হওয়াদের দেশে ফেরত পাঠিয়েছে ভা’রতীয় পু’লিশ। দেশে ফেরত আসারা নড়াইল, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, গোপালগঞ্জ, ফরিদপুর, কক্সবাজার, নরসিংদী ও শেরপুর জে’লার বাসিন্দা।