cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ম’রুর দেশ ওমানে যখন পর্দা উঠল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের, ভা’রতে তখন গ্রে’প্তার হলেন ক্রিকে’টের এই ক্ষুদে সংস্করণের বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিং।
এক বছর আগে করা বৈষম্যমূলক মন্তব্যের অ’ভিযোগে তাকে গ্রে’প্তার করা হয় বলে জানিয়েছে ভা’রতের বিভিন্ন সংবাদমাধ্যম।
পরে অবশ্য অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পান ২০১১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী নায়ক।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, যুবরাজকে গ্রে’প্তার করে হরিয়ানা প্রদেশের হিসার জেতার হানসি পু’লিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। পু’লিশ সুপার নীতিকা গেহলট এ তথ্য নিশ্চিত করেন।
গণমাধ্যমকে তিনি বলেন, পাঞ্জাব এবং হরিয়ানা হাই’কোর্টের নির্দেশে ত’দন্তকারী অফিসার ডেপুটি পু’লিশ সুপারের বিনোদ শংকরের কাছে আসেন যুবরাজ। ত’দন্তে যোগ দেন। তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি জামিন নেন।
সূত্র জানায়, প্রায় এক বছর আগে সামাজিক যোগযোগমাধ্যমে একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন ভা’রতের জাতীয় দলের স্পিনার যুজবেন্দ্র চাহাল। সেটিকে ওপেনার রোহিত শর্মা’র সঙ্গে এক সাক্ষাৎকারে মজার ছলে বৈষম্যমূলক মন্তব্য করেন যুবরাজ। যুবরাজের এমন মন্তব্য সেই সময় ভালো’ভাবে নেয়নি ভা’রতীয়দের অনেকেই। তাকে গ্রে’প্তারের দাবি ওঠে নেটমাধ্যমে।
সেই সময় ঝাঁসি শহরে যুবরাজের নামে থা’নায় অ’ভিযোগও করা হয়।
এমন পরিস্থিতিতে যুজবেন্দ্র ও ভা’রতীয়দের কাছে করজোড়ে ক্ষমা চান যুবরাজ। তিনি দাবি করেন, তার বক্তব্যের ভুল অর্থ প্রচার করা হয়েছে।
টুইটে এ অলরাউন্ডার লিখেছিলেন, ‘আমি কখনও কোনো জাতি, বর্ণ, ধ’র্ম অথবা লি’ঙ্গের বৈষম্যে বিশ্বা’স করিনি। সারাজীবন মানুষের জন্য কাজ করেছি। আমি মানুষকে ম’র্যাদা দেওয়ায় বিশ্বা’স করি। মানুষ একে অ’পরকে নিঃস্বার্থভাবে সম্মান করুক, এটাই চেয়ে এসেছি। বন্ধুদের কথা বলার সময় আমা’র একটি কথার অন্য অর্থ করা হয়েছে, যেটা অনভিপ্রেত। ভা’রতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি যদি কারও ভাবাবেগে আ’ঘাত করে থাকি, তার জন্য ক্ষমা চাইছি। আমি ভা’রতকে ভালোবাসি আর ভা’রতবাসী সবসময় আমা’র অন্তরে থাকে।’
প্রসঙ্গত ২০০০ সালে ভা’রতের হয়ে প্রথম ব্যাট হাতে নামেন যুবরাজ সিং। ২০০৭ ও ২০১১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভা’রতীয় দলের সদস্য ছিলেন এই বাঁহাতি ব্যাটার। দুটি প্রতিযোগিতার সেরা ক্রিকেটার ছিলেন তিনি।
ভা’রতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি একদিনের এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন যুবরাজ। ১৭টি সেঞ্চু’রি হাঁকিয়েছেন ক্যারিয়ারে। টেস্টে তার সংগ্রহ ১৯০০ রান।
তবে একদিনের ক্রিকে’টে নজরকাড়া সব পারফরম্যান্স রয়েছে যুবরাজের। ওয়ানডে ফরম্যাটে এ অলরাউন্ডারের সংগ্রহ ৮৭০১ রান। টি-টোয়েন্টি ক্রিকে’টে ১১৭৭ রান করা যুবরাজ অবসর নেন ২০১৯ সালে।
বল হাতেও দুর্দান্ত ছিলেন যুবরাজ। আন্তর্জাতিক ক্রিকে’টে ১৪৮ উইকেট শিকারি স্পিনার তিনি।