সর্বশেষ আপডেট : ১৬ ঘন্টা আগে
শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

ফেইসবুকে নারী পরিচয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট, গ্রহণ করলেই ফাঁদে পা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমে নারী পরিচয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। রিকোয়েস্ট গ্রহণ করার পর হোয়াটসঅ্যাপ নাম্বার আদান-প্রদান, চ্যাটে অশ্লীল কাজে প্রলুব্দ করা, ভিডিও রেকর্ড করে অর্থ না দিলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হু’মকি দেওয়া- এমনই এক ‘যৌ’ন ফাঁদ’ পেতে অর্থ আদায় করছিল ভা’রতের রাজস্থানের ভরতপুর জে’লার একটি সংঘবদ্ধ চক্র।

দিল্লি পু’লিশের সাইবার সেল বলেছে, সম্প্রতি তারা ওই প্রতারক চক্রের এক ব্যক্তিকে আ’ট’ক করেছেন। এছাড়া আরও তিন স’ন্দেহভাজনকে শনাক্ত করেছেন। এই চক্রটি ভরতপুর থেকে তাদের এই কর্মকা’ণ্ড পরিচালনা করে আসছিল। খবর এনডিটিভির

এই রকম প্রতারণার অন্তত ৯টি অ’ভিযোগ পাওয়ার কথা জানিয়ে সাইবার সেলের পু’লিশ কর্মক’র্তা কে পি এস বলেন, অ’ভিযোগকারীরা প্রথমে ফেসবুকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পান। গ্রহণ করলে রিকোয়েস্ট পাঠানো ব্যক্তি অ’ভিযোগকারীর হোয়াটসঅ্যাপ নাম্বার চান। তারপর হোয়াটসঅ্যাপে অশ্লীল ভিডিও পাঠানো হয়, যেটাতে অ’ভিযোগকারীর চেহারা বি’কৃত করে যু’ক্ত থাকে। টাকা না দিলে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হু’মকি দেয় প্রতারকরা। এক অ’ভিযোগকারী এই পর্যন্ত এক লাখ ৯৬ হাজার রুপি দিয়েছেন বলে অ’ভিযোগে জানান।

পু’লিশ জানায়, মোবাইল ফোন নাম্বারটি আসাম থেকে ইস্যু করা হয়েছে। কিন্তু ব্যবহার করা হচ্ছিল রাজস্থানের ভরতপুর জে’লা থেকে। বিস্তারিত ত’দন্ত করে পু’লিশ উদঘাটন করে, একটি চক্র ভরতপুরে অবস্থান করে প্রতারণার মাধ্যমে ফাঁদ পেতে মানুষকে জি’ম্মি করে অর্থ আদায় করছিল। পু’লিশ এক অ’ভিযোগকারী যে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠান সেই অ্যাকাউন্ট সূত্র ধরে চক্রটির নাগাল পায়। পরে হাকিমুদ্দিন (২৩) নামে এক ব্যক্তিকে আ’ট’ক করে এবং আরও তিনজনকে শনাক্ত করে।

ভরতপুর ভিত্তিক এই প্রতারক চক্রের ফাঁদের ব্যাপারে পু’লিশ জানায়, প্রতারকরা নারীর ভু’য়া ফেসবুক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। একবার যদি রিকোয়েস্ট গ্রহণ করা হয় তবে তারা ওই ব্যক্তির সঙ্গে ইনবক্সে কথোপকথন চালিয়ে যায়। এক পর্যায়ে তারা ভিডিও কলে অশ্লীল কাজ করতে প্রলুব্ধ করে। তারা সেটার ভিডিও ধারণ করে এবং অর্থ না দিলে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হু’মকি দেয়। মানুষকে অ’পরিচিত কারও ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করতে এবং এই ফাঁদ স’ম্পর্কে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। কোনো কারণে কেউ এই ফাঁদে পড়ে গেলে পু’লিশকে জানাতে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: