cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। মেগা টুর্নামেন্ট’কে বরণ করে নিতে জাঁকজমকে সেজেছে মধ্যপ্রাচ্যের দুই দেশের স্টেডিয়ামগুলো।
আর রোববার উদ্বোধনী দিনেই রাত ৮টায় ওমানে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে মুখিয়ে স্কটিশরা।
ব্যাট শান দিয়ে রাখছেন কাইল কোয়েটজারের দলের খেলোয়াড়রা।
এবারের বিশ্বকাপে দারুণ এক ল’ড়াইয়ের আভাস দিচ্ছে স্কটল্যান্ড। তাদের বিশ্বকাপ দলের ১৭ জনের ১২ জন ক্রিকেটারই খেলেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকে’টে।
ম্যাচের আগে দলটির হেড কোচ প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে যা বললেন, তা শুনতে চাইবে না কোনো টাইগার সম’র্থক।
রীতিমতো উত্তে’জনার রেশ ছড়িয়ে দিলেন।
এবারের টুর্নামেন্টে বি গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে স্কটল্যান্ড ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি।
স্বাভাবিকভাবেই এই গ্রুপে ফেভা’রিট বাংলাদেশই। কিন্তু বাংলাদেশকে ফেভা’রিট মানছেন না স্কটল্যান্ডের কোচ শেন বার্জার।
ওমান ও পাপুয়া নিউগিনির মতো আন্ডারডগ হিসেবে দেখেন তিনি বাংলাদেশকে।
শেন বার্জার বললেন, ‘যদি নিজেদের সেরাটা দিতে পারি, যে কোনো দলকে হারাতে পারি আম’রা, তা বাংলাদেশ হোক বা ওমান ও পাপুয়া নিউ গিনি। গ্রুপ ম্যাচগুলোয় বাংলাদেশকে আম’রা পিএনজি বা ওমানের চেয়ে ওপরে কোথাও দেখি না। আম’রা জানি, সব দলই আমাদের বিপক্ষে জয় তুলে নিতে চাইবে। আমাদের জন্য প্রতিটি ম্যাচই সবচেয়ে বড় ম্যাচ। আম’রা প্রস্তুত আছি।’
অবশ্য বাংলাদেশকে মানসম্পন্ন দল বলে কিছুটা প্রশংসা করেছেন স্কটিশ কোচ। বললেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে ল’ড়াইয়ের আগে আমাদের দুর্দান্ত মোমেন্টাম দিয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়ার বিপক্ষে জয়গুলো। আম’রা বড় বড় দলের বিপক্ষে জয়ের অভ্যাস গড়ে চাপের সঙ্গে পরিচিত হয়েছি। গত এক মাসে আম’রা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি।’