cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
দক্ষিণ আফ্রিকার ফ্রি-স্টেট প্রভিংসের ভেলকম শহরে হৃদরোগে আ’ক্রান্ত হয়ে মো. শফিকুল ইস’লাম (৪৮) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃ’ত্যু হয়েছে।
মৃ’তের স্বজন আব্দুল মুনিম মুন্না জানান, তার ভগিনীপতি শফিকুল ইস’লাম গত তিন দিন থেকে বুকের ব্যথায় ভুগছিলেন। ডা. তাকে দেখে মেডিসিন দিয়ে বাসায় বিশ্রামে থাকতে বলেছেন। পরদিন সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ১৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মৃ’ত্যু হয়।
মো. শফিকুল ইস’লাম সিলেট জে’লার মোগলাবাজার থা’নার মির্জা’পুর গ্রামের আবুল কাসেমের ছে’লে। দেশে তার স্ত্রী’ এবং চার পুত্রসন্তান রয়েছেন।
তিনি ২০১২ সালের ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় আসেন। আসার পর থেকে ভেলকম শরের ভেসেসবরন লোকেশনে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন। শফিকুল ইস’লামের প্রথম জানাজা বৃহস্পতিবার বিকাল ৫টায় ভেলকম জামে ম’সজিদে সম্পন্ন হয়। বর্তমানে জোহানসবার্গ সাবেরী চিশতী বুরিয়াল সার্ভিসে রাখা হয়েছে তার লা’শ। অ্যাম্বেসি থেকে ডেথ সার্টিফিকেট পেলে শনিবার লা’শ বাংলাদেশে পাঠানো হবে। উনার নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানান আব্দুল মনিম মুন্না।
শফিকুল ইস’লামের মৃ’ত্যুতে আত্মা’র মাগফিরাত কা’মনা করে শোক জানিয়েছেন স্থানীয় সামাজিক, রাজনৈতিক সংগঠন এবং গণমাধ্যম কর্মীরা।