cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
নোয়াখালীর চাটখিল উপজে’লায় বর পছন্দ না হওয়ায় পলি আক্তার নামে এক নববধূ আত্মহ’ত্যা করেছেন।
সোমবার ভোরে উপজে’লার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া চৌকিদারবাড়িতে এ ঘটনা ঘটে।
দুপুর ১২টার দিকে পু’লিশ ম’রদেহ উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতা’লের ম’র্গে পাঠায়।
নি’হত পালি আক্তার (২১) উপজে’লার ২নং রামনারায়ণপুর ইউনিয়নের প্রবাসী শাহ আলমের স্ত্রী’।
নি’হত পলির পরিবার সূত্র জানায়, পারিবারিকভাবে ৪ অক্টোবর একই ইউনিয়নের ধ’র্মপুর গ্রামের বাবুর মে’য়ের সঙ্গে প্রবাসী শাহ আলমের (৪২) বিয়ে হয়।
প্রাথমিকভাবে শোনা যায়, নববধূর বরকে পছন্দ হয়নি। বরের বয়স ছিল ৪১ প্লাস। আবার অনেকে বলছে— নববধূ শারীরিকভাবে দুর্বল ছিলেন। তবে আত্মহ’ত্যার সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত পু’লিশ জানাতে পারেনি।
চাটখিল খিলপাড়া পু’লিশ ত’দন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন বলেন, নববধূ সোমবার ভোরে শ্বশুরবাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে গলায় গামছা পেঁচিয়ে আত্মহ’ত্যা করেছেন।
এখন পর্যন্ত আত্মহ’ত্যার কয়েকটি কারণ শোনা যাচ্ছে। ম’রদেহ উ’দ্ধার করে ময়নাত’দন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতলের ম’র্গে পাঠানো হয়েছে। বিষয়টি ত’দন্ত করে প্রকৃত র’হস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। ময়নাত’দন্তের রিপোর্ট হাতে পেলে এ বিস্তারিত জানা যাবে।
পু’লিশ ত’দন্তকেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন আরও জানান, এখন পর্যন্ত নি’হতের পরিবার এ ঘটনায় মৌখিক বা লিখিতভাবে কোনো অ’ভিযোগ করেনি।