cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের ওসমানীনগর থা’নাধিন শি’শু পল্লী থেকে বুদ্ধিপ্রতিব’ন্ধী আরজু মিয়া (১০) নামের এক শি’শু নি’খোঁজ হয়েছে। গত ৫ অক্টোবর বিকালে সে নি’খোঁজ হয়। এ ঘটনায় শি’শু পল্লীর সহকারী পরিচালক মো. মাজহারুল ইস’লাম ওসমানীনগর থা’নায় একটি সাধারণ ডায়রি আবেদন করেছেন।
সাধারণ ডায়রির বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা শ্যামল বনিক।
শি’শু পল্লীর সহকারী পরিচালক জিডিতে উল্লেখ করেন, ওই শি’শুসহ পল্লীতে মোট ১২৩ জন শি’শু বসবাস করছে। এর মাঝে আরজু কিছুটা বুদ্ধিপ্রতিব’ন্ধী। অল্প কথা বলে এবং সে সিলেটসহ বিভিন্ন অঞ্চলের ভাষায় কথা বলে। সে গত মাসের ৬ তারিখেও একই ভাবে হারিয়ে গিয়েছিলো। যার কারণে শি’শু পল্লী কর্তৃপক্ষ থেকে একটি জিডি আবেদন করা হয় এবং পরবর্তীতে বালাগঞ্জ এলাকায় তাকে খোঁজে পাওয়া যায়। ঠিক একই ভাবে সে গত ৫ অক্টোবর বিকাল ৫ টার দিকে শি’শু পল্লীর খেলার মাঠে খেলতে গিয়ে ফের নি’খোঁজ হয়।
নি’খোঁজ আরজুর সন্ধান পেলে সিলেটের ওসমানীনগর থা’নায় কিংবা শি’শু পল্লীর সহকারী পরিচালক মো. মাজহারুল ইস’লামের ব্যবহৃত মোবাইল নম্বর- ০১৭৬৭-০৫৫৪৯৮/ ০১৭১১৩৭২৫২৭-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।