cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মৌলভীবাজার জে’লা গোয়েন্দা পু’লিশের (ডিবি) বিশেষ অ’ভিযানে কমলগঞ্জ থেকে তিন কেজি গাঁজাসহ তিন মা’দক ব্যবসায়ীকে গ্রে’প্তার করা হয়েছে। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা জ’ব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে গোপালনগরস্থ ধলাই খেয়াঘাট পয়েন্ট এলাকায় এই অ’ভিযান হয়েছে।
শনিবার দুপুরে জে’লা গোয়েন্দা পু’লিশ (ডিবি) সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায়।
গ্রে’প্তার হওয়া ব্যক্তিরা হলেন- সীমান্তবর্তী ৯ নম্বর ইস’লামপুর ইউনিয়নের গুলের হাওর এলাকার মৃ’ত তজমুল হোসেনের ছে’লে ফয়সাল আহমেদ (৩৫), একই এলাকার মৃ’ত রিয়াসিত মিয়ার ছে’লে মো. সালাহ উদ্দীন (২৬) ও আব্দুল মান্নানের ছে’লে বকুল হোসেন (৩০)।
জানা যায়, গো’পন সংবাদের ভিত্তিতে জে’লা গোয়েন্দা পু’লিশের (ডিবি) ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (পু’লিশ পরিদর্শক) মো. বদিউজ্জামানের নেতৃত্বে একটি দল মুন্সীবাজার গোপালনগর খেয়াঘাট এলাকার ত্রিমুখী পয়েন্টে একটি সিএনজি চালিত অটোরিকশা (মৌলভীবাজার-থ-১২-২৯৮৬) গতিরোধ করে। পরে অটোরিকশা তল্লা’শি করে দুটি বস্তায় ৩ কেজি পরিমাণ গাঁজা উ’দ্ধার করা হয়। এসময় ফয়সাল, সালাহ উদ্দীন ও বকুলকে গ্রে’প্তার করা হয়।
জে’লা গোয়েন্দা পু’লিশের (ডিবি) ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (পু’লিশ পরিদর্শক) মো. বদিউজ্জামান বলেন, ‘এ ঘটনায় মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা’মলা করে তাদের কমলগঞ্জ থা’নায় হস্তান্তর করা হয়েছে।’