সর্বশেষ আপডেট : ১৫ ঘন্টা আগে
সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সহ’জ হচ্ছে ইউরোপের ব্লু-কার্ড পাওয়া

বৈধ উপায়ে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য কোনো রাষ্ট্রে বসবাস করার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ব্লু কার্ড। সম্প্রতি, ইউরোপিয়ান সংসদে পাস হয়েছে এই ব্লু কার্ড পাবার কিছু শর্ত। এরমাধ্যমে আগের সহ’জ হয়ে এই কার্ড প্রাপ্তির প্রক্রিয়া। নতুন নিয়মে ন্যূনতম এক বছরের চাকরির নিয়োগপত্র দেখাতে হবে না। ন্যুনতম বেতনের মাত্রাও কমানো হয়েছে।

যা যা পরিবর্তন এসেছে ব্লু কার্ডের শর্তে: আবেদনকারীদের আগের মতো ন্যূনতম এক বছরের চাকরির নিয়োগপত্র দেখাতে হবে না। নতুন নিয়মে ছয় মাসের নিয়োগপত্র দেখালেই হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো বদল আসেনি সার্বিকভাবে। কিন্তু আইসিটি বা তথ্যপ্রযু’ক্তিখাতে কাজ করতে আসা কর্মীদের জন্য এই বিধি কিছুটা শিথিল। শিক্ষাগত যোগ্যতার বদলে সমম’র্যাদার কাজের অ’ভিজ্ঞতা দেখালেও হবে।

ন্যুনতম বেতনের মাত্রাও কমানো হয়েছে। পুরনো নিয়মের আওতায়, আবেদনকারীদের দেখাতে হতো যে তাদের প্রাপ্য বেতন জাতীয় গড়ের চাইতে দেড়গুণ বেশি। জার্মানিতে ব্লু কার্ড পেতে সাধারণ খাতে ৫৫,২০০ ইউরো ও কর্মী খামতি থাকা খাতে ৪৩,০৫৬ ইউরোর বেতন দেখাতে হতো। পরিবর্তিত নীতিতে, কর্মীরা এখন ইইউ সদস্য রাষ্ট্রের গড় বেতনের সমান অংকের বেতন পেলেই আবেদন করতে পারবেন।

আন্তর্জাতিক সুরক্ষা পাওয়া ব্যক্তিরা বা শরণার্থী ম’র্যাদাপ্রাপ্ত ব্যক্তিরাও আশ্রয়দাতা দেশ ছাড়া অন্য ইইউ-রাষ্ট্রে ব্লু কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

যে রাষ্ট্র ব্লু কার্ড দিয়েছে, সেই রাষ্ট্রে ১২ মাস থাকার পরে অন্য যে কোনো ইইউ রাষ্ট্রে গিয়ে থাকতে পারবেন ব্লু কার্ডধারী ব্যক্তি।

ব্লু কার্ডধারীদের পরিবারকে নিয়ে আসা ও তাদের চাকরির বাজারে প্রবেশের ক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হবে।

ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যাশা ছিল, ব্লু কার্ড চালু করা হলে তৃতীয় রাষ্ট্র থেকে আরো বেশি সংখ্যক হাইলি স্কিলড কর্মী বা দক্ষতাসম্পন্ন কর্মীরা আসবেন এখানে। কিন্তু গত দশ বছরের পরিসংখ্যান বলছে, সময়ের সাথে সাথে কমেছে এই প্রকল্পের আওতায় আবেদনের সংখ্যা।

ইউরোপিয়ান ইউনিয়নের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট জানাচ্ছে ২০১৯ সালে ব্লু কার্ডপ্রাপ্তদের সংখ্যা।

জার্মানি: ২৮,৮৫৮

পোল্যান্ড: ২,১০৪

ফ্রান্স: ২,০৩৬

লুক্সেমবুর্গ: ৬৭৭

চেক প্রজাতন্ত্র: ৫৭০

ইটালি: ৪১৮

অস্ট্রিয়া: ৩৩৬

২১ সেপ্টেম্বর ২০২১
সূত্র: ইনফো মাইগ্রেন্ট

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: