সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
রবিবার, ১ অক্টোবর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

তথ্য ভুলে ভাতা পাচ্ছেন না হবিগঞ্জের ৫২৩৬ কার্ডধারী

তথ্য হালনাগাদের সময় ভুল মোবাইল নম্বর লিপিবদ্ধ করায় ভাতা পাচ্ছেন না হবিগঞ্জের ৫ হাজার ২৩৬ কার্ডধারী। প্রায় ছয় মাস ধরে তারা ভাতা না পাওয়ায় অনেকটা ক’ষ্টে দিনাতিপাত করছেন।

তাদের মধ্যে ৩ হাজার ২০০ জনের তথ্য সংশোধন হলেও এখনও ভাত পাননি তারা। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আগের বকেয়াসহ সবাই ভাতা বুঝে পাবেন বলে আশ্বস্ত করেছে জে’লা সমাজসেবা বিভাগ।

এ বিষয়ে জে’লা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন জাগো নিউজকে জানান, গত জুনে ভাতা দেওয়ার সময় এ ভুল ধ’রা পড়ে। জে’লায় ৫ হাজার ২৩৬ জন ভাতাভোগীর তথ্য হালনাগাদ করার সময় মোবাইল নম্বর ভুল করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

তিনি জানান, মোবাইল নম্বর হালনাগাদ করার দায়িত্ব দেওয়া হয়েছিল একটি মোবাইল ব্যাংকিং এজেন্ট’কে। তাদের ভুলেই এসব ভাতাভোগী ভাতা পাননি। তবে তাদের টাকা ফেরত জমা হয়েছে। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তথ্য ঠিক হওয়ার পর সবাই বকেয়াসহ ভাতা পাবেন। আশা করা যায়, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ঠিক হয়ে যাবে।

মোহাম্ম’দ জালাল জানান, ভুল নম্বরগুলো ঠিক করছে ওই ব্যাংকিং এজেন্ট, তা চলমান রয়েছে। তবে তিন হাজার ২০০ ঠিক করা হলেও তারা এখনও ভাতা পাননি। ৩০ সেপ্টেম্বর পাবেন।

সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত অর্থবছরের হিসাবে জে’লায় ১০ ধরনের স্থায়ী ভাতাভোগীর সংখ্যা ১ লাখ ২১ হাজার ৩৫০ জন। আগে ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ মাস অন্তর অন্তর তাদের ভাতা দেওয়া হতো। মোট ভাতা পরিশোধ করা হতো ১৯ কোটি ৯০ লাখ ১৩ হাজার ৫৫০ টাকা। কিন্তু দু’র্নীতি রোধকল্পে জুনে ব্যাংক হিসাবের পরিবর্তে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে ভাতা নেওয়ার সুবিধা চালু করে সরকার।

এজন্য প্রত্যেক ভাতাভোগীর হিসাব নম্বর (মোবাইল নম্বর) সংগ্রহ করে সমাজসেবা অধিদপ্তর। আর এ দায়িত্ব পালন করে একটি মোবাইল ব্যাংকিং এজেন্ট। কিন্তু তথ্য লেখার সময় ভুল মোবাইল নম্বর লিপিবদ্ধ করা হয়। অনেকেরই ডিজিট কম বা ভুল দেওয়া হয়েছে। এ সংখ্যা ছিল জে’লায় প্রায় ৫২৩৬ জন।

সমাজসেবা অধিদপ্তর থেকে নম্বরগুলোতে টাকা পাঠালেও স্বয়ংক্রিয়ভাবে ফেরত আসে। এজন্য জুনে দেওয়া আগের তিন মাসের টাকা পাননি তারা। এখন পর্যন্ত মোট ৩ হাজার ২০০ কার্ডধারীর তথ্য ঠিক (মোবাইল নম্বর) করা হয়েছে, বাকিদেরটা প্রক্রিয়াধীন। তবে বাকি ২ হাজার ৩৬ জনের মধ্যে সবচেয়ে বেশি চুনারুঘাট উপজে’লায়। সেখানে ৫০০ জনের মোবাইল নম্বর ভুল রয়েছে।

তথ্য দ্রুত সংশোধনের জন্য উপর থেকে চাপ রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক। নতুন অর্থবছরে তিন মাসের টাকা বকেয়াসহ তারা পাবেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: