cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ব’ন্দিদের ওপর অমানুষিক নি’র্যা’তনের জন্য কুখ্যাত, গুয়ান্তানামো বে কারাগারের প্রহরী ছিলেন স্টিভ উড। দায়িত্ব পালনকালে মু’সলিম ব’ন্দিদের আচরণে মুগ্ধ হয়ে তিনি ইস’লাম গ্রহণ করেন। খবর আলজাজিরা।
সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত একটি সাক্ষাতকারে জানা যায়, ইস’লাম গ্রহণের ফলে উড, মা’র্কিন সে’নাবাহিনীর পদ থেকে অব্যাহতি নেন।
গুয়ান্তানামোতে ব’ন্দি থাকা মৌরতানিয়ার অধিবাসী মুহাম্ম’দ ওয়ালাদ সালাহির সাথে তার গভীর স’ম্পর্ক হয়। সেখানকার ব’ন্দিদের মাধ্যমে মু’সলিম’দের জীবনাচার স’ম্পর্কে জানতে পারেন তিনি।
সাক্ষাতকারে স্টিভ উড বলেন, ওয়ালাদ সালাহির সাথে সাক্ষাতের পর তার জীবনে অনেক পরিবর্তন আসে। তিনি ইস’লামের ছায়াতলে আশ্রয় নেন এবং ঈ’মানের স্বাদ আহ’রণ করেন।
বিংশ শতাব্দির কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে আ’ফগা’নিস্তান থেকে আগত ব’ন্দিদের প্রহরী হিসেবে উড দায়িত্ব পালন করতেন। এ সময় মু’সলিম ব’ন্দি ওয়ালাদ সালাহির উদার ধ’র্মীয় মনোভাব ও সুন্দর আচার-ব্যবহারে স’ম্পর্কে জানতে পারেন। এমনকি মু’সলিম’দের সাথে রূঢ় ব্যবহারের পরও ওয়ালাদ অন্যান্য আ’মেরিকান ব’ন্দিদের সাথে অ’ত্যন্ত ভালোবাসা’পূর্ণ আচরণ করেন, যা অন্যদের অন্তরে বেশ রেখাপাত করে।
তিনি আরও বলেন, ‘কারাপ্রকোষ্ঠের ভেতর ওয়ালাদ সালাহিকে অন্যদের চেয়ে ভিন্ন হিসেবে আবিষ্কার করি। কারাগারের অভ্যন্তরে কঠিন নি’র্যা’তনের মুখোমুখি হয়েও তিনি ছিলেন জীবনের প্রতি খুবই আশাবাদী। ইতিবাচক মনোভাব তার জীবনযাপনকে আগের চেয়ে সুন্দর করে তোলে। ব’ন্দিদের প্রতি দুর্ব্যবহারের পরও কারো প্রতি তার বিদ্বেষ ছিলো না।’
ইস’লাম গ্রহণের পর স্টিভ উড দীর্ঘকাল তার পরিবারের কাছে এ খবর গো’পন রাখেন। অনেক দিন পর তিনি তার ইস’লাম গ্রহণের কথা সবাইকে জানান। ইস’লাম গ্রহণ করে তিনি বড় ধরনের সমস্যার সম্মুখীন হননি বলে জানা যায় সাক্ষাতকারে।