সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ৭ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মৌলভীবাজারে দৌড়ে পালানোর সময় প্রাইভেট কারসহ চো’র চক্রের তিন সদস্য আ’ট’ক

মৌলভীবাজারে গোয়েন্দা পু’লিশের অ’ভিযানে দৌড়ে পালানোর সময় প্রাইভেট কারসহ চো’র চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রে’প্তার করা হয়েছে।

মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে সদর উপজে’লার জগন্নাথপুর চেয়ারম্যান মা’র্কে’টে অবস্থিত মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে থেকে একটি কালো রংয়ের প্রাইভেট’কারসহ (রেজি নং-ঢাকা মেট্রো-খ-১৪-০৪৩৬) চো’র চক্রের ওই তিন সদস্যকে গ্রে’প্তার করে জে’লা গোয়েন্দা পু’লিশের একটি দল। উ’দ্ধার হওয়া পাইভেট কারটির বর্তমান বাজার মূল্য সাড়ে ৫লক্ষ টাকা বলে দাবি গোয়েন্দা পু’লিশের।

এঘটনায় আ’ট’ককৃতরা হলেন, শ্রীমঙ্গল উপজে’লার মাজদিহি গুচ্ছগ্রামের মৃ’তঃ আমির মিয়ার ছে’লে মোঃ আল-আমিন মিয়া (২৭) সিলেটের দক্ষিণ সুরমা উপজে’লার বরইকান্দি গ্রামের মৃ’তঃ রাজন মিয়ার ছে’লে মোঃ জুনেদ মিয়া (২৭) ও শ্রীমঙ্গল উপজে’লার মাজদিহি গুচ্ছগ্রামের মোঃ জ’রিপ মিয়ার ছে’লে মঈনুল ইস’লাম সোহেল (২২) । গ্রে’প্তারকৃত তিন জনের মধ্যে জুনেদ মিয়ার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায় হলেও সে বর্তমানে শ্রীমঙ্গল শহরের ভটের মেইল এলাকায় বসবাস করছে বলে জানা গেছে।

জে’লা গোয়েন্দা পু’লিশের অফিসার ইনচার্য মোহাম্ম’দ বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,আ’ট’ককৃতের বি’রুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থা’নায় গোয়েন্দা পু’লিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান ন্ইাম বাদী হয়ে মা’মলা দায়ের করেছেন।

পু’লিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পু’লিশের একটি দল মঙ্গলবার বিকালের দিকে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় মা’দকদ্রব্য উ’দ্ধার,অ’বৈধ অ’স্ত্র ও চো’রাচালান রোধে বিশেষ অ’ভিযান চালায়। এসময় তথ্য আসে সদর উপজে’লার শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকার চেয়ারম্যান মা’র্কে’টে অবস্থিত মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে তিন ব্যক্তি একটি কালো রঙের চো’রাই প্রাইভেট’কার নিয়ে যন্ত্রাংশ মেরামত করে তা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে ওই এলাকায় অ’ভিযান চালায় গোয়েন্দা পু’লিশের ওই দলটি। এসময় পু’লিশের উপস্থিতি টের পেয়ে ওই ওয়ার্কসপের সামনে অবস্থান করা প্রাইভেট’কারের ভিতর থেকে দুই ব্যক্তি বের হয়ে এবং প্রাইভেট’কারের সামনে দাঁড়ানো থাকা অ’পর একজনসহ তিন ব্যক্তি কারটি রেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে এদের তিনজনকেই আ’ট’ক করা হয়।

আ’ট’ককৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, প্রাইভেট’কারটি দুই মাস পূর্বে অ’জ্ঞাতস্থান থেকে অ’জ্ঞাতনামা ২ থেকে ৩জন ব্যক্তি চু’রি করে নিয়ে আসে। মঙ্গলবার তাঁরা কারটির যন্ত্রাংশ মেরামত করার পর তা বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল।

জিজ্ঞাসাবাদে প্রাইভেট কারটির মালিকানা সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলেও তাঁরা তা দেখাতে ব্যর্থ হয় বলে জানায় পু’লিশ। এসময় প্রাইভেট’কারটি কোথা থেকে নিয়ে আসা হয়েছে তারও কোন সদোত্তর দিতে পারেনি আ’ট’ককৃতরা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: