সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
মঙ্গলবার, ৩০ মে ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মৌলভীবাজারে ৩০টি স্কুল বন্ধ হয়ে গেছে

করো’নাভাই’রাসের সংক্রমণরোধে দেড় বছর বন্ধ থাকার পর রোববার (১২ সেপ্টেম্বর) দেশের সব স্কুল ও কলেজ খুলেছে। কিন্তু মৌলভীবাজার জে’লার কমপক্ষে ৩০টি কিন্ডারগার্টেন (কে. জি.) স্কুল আর খোলেনি।

মৌলভীবাজার কিন্ডারগার্টেন সমিতির সূত্রে জানা যায়, জে’লায় মোট ৪১৪টি কিন্ডারগার্টেন স্কুল ছিলো। এরমধ্যে কুলাউড়া উপজে’লায় সবচেয়ে বেশি ১০৮টি।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জে’লা শাখার সভাপতি এহসান বিন মুজাহির রাইজিংবিডিকে বলেন, জে’লায় কমপক্ষে ৩০টি কে.জি. স্কুল বন্ধ হয়ে গেছে। যেগুলো আর কখনও খুলবে না।

জে’লার কয়েকটা কিন্ডারগার্টেন স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, করো’নার বন্ধে বিভিন্ন ক্লাসের বহু শিক্ষার্থী কোনো-না কোনো কাজে যু’ক্ত হয়েছে গেছে। এই মুহূর্তে তাদের পড়ার টেবিলে বসানো মুশকিল হয়ে পড়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) থেকে পাঠদান কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীদের পদচারণায় প্রা’ণচাঞ্চল্য ফিরেছে বিদ্যালয়ে। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষকদের দেখতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। আর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

বন্ধ হয়ে যাওয়া একটি স্কুল মাতৃছায়া শি’শু শিক্ষা একাডেমি। করো’নার আগে শতখানেক শিক্ষার্থী নিয়ে স্কুলে ক্লাস চলছিলো। শিক্ষক ছিলেন ১০ জন। স্কুল প্রধান মো. ইয়াহিয়া বলেন, ‘করো’না শুরুর পর থেকে স্কুল বন্ধ করে দেই। স্কুলের ভাড়াসহ যাবতীয় খরচ চালানো আমাদের মুশকিল। তার জন্যে স্কুলটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।’

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মৌলভীবাজার জে’লা শাখার সভাপতি এহসান বিন মুজাহির বলেন, এই স্কুলগুলো চলে ব্যক্তি মালিকানায়। বেশিরভাগ স্কুলই ভাড়া ভবনে। ভাড়া দিতে না পারায় ভবন ছেড়ে দিতে হয়েছে। আর শিক্ষকরাও যে যেদিকে পেরেছেন, চলে গেছেন। আরও বেশকিছু স্কুল বন্ধের পথে রয়েছে।

মৌলভীবাজারে শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি ও সরকারি গাইডলাইন মেনে পরিচালিত হচ্ছে কি না তা দেখতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জে’লা প্রশাসক মীর নাহিদ আহসান।

মৌলভীবাজারে ২৪টি কলেজ, ১৭৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৭১টি মাদ্রাসা, ২ হাজার ৫৯৫টি প্রাথমিক বিদ্যালয়, ১টি পলিটেকনিক ইন্সটিটিউট, ১টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও ১টি প্রাই’মা’রি ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: