cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
গত ৬ সেপ্টেম্বর ঢালিউড অ’ভিনেত্রী মাহিয়া মাহি জানান, আগামী ১৩ সেপ্টেম্বর (সোমবার) তিনি সারপ্রাইজ দেবেন। এরপর থেকেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন- দ্বিতীয়বার বিয়ে করেছেন এ অ’ভিনেত্রী!
একাধিক সূত্রের খবরও, মাহি নাকি এরইমধ্যে দ্বিতীয় বিয়ে করেছেন! সোমবার সেই বিয়ের ঘোষণা দিচ্ছে যাচ্ছেন এ চিত্রনায়িকা।
বিয়ের বিষয়টি ‘অ’গ্নি’খ্যাত এ নায়িকা স্বীকার বা অস্বীকার কোনো উত্তর দিচ্ছেন না। ১৩ সেপ্টেম্বর বিয়ের খবরটি দিতে যাচ্ছেন কিনা সে বিষয়েও কোনো কিছু স্পষ্ট করেননি তিনি।
তবে শোনা যাচ্ছে, এরইমধ্যে নাকি গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কা’ম’রুজ্জামান সরকার রাকিবের সঙ্গে শুভ কর্ম সম্পাদন করে ফেলেছেন মাহি! এটি মাহি ও রাকিব- দু’জনেরই দ্বিতীয় বিয়ে।
মাহির নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অ’পু। তিনি বলেন, ‘মাহির নতুন জীবনের জন্য শুভকা’মনা। আমা’র চাওয়া তারা ভালো থাকুক। তার জন্য আমা’র অনেক অনেক দোয়া ও শুভ কা’মনা। ’
তিনি আরও বলেন, ‘মাহির দ্বিতীয় স্বামী রাকিবকে আমি আগে থেকেই চিনি। মাহি আমা’র সাথে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। আম’রা বিভিন্ন সময় একসাথে ঘুরেছি। রাকিবের প্রথম ঘরে এক ছে’লে ও এক মে’য়ে আছে। সবকিছু জেনেই মাহি বিয়ে করেছেন। বর্তমানে আগের ঘরের সন্তানদের সঙ্গেই আছেন মাহি। ’
অ’পুকে ভালোবেসে ২০১৬ সালে বিয়ে করেন মাহি। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক স’ম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অ’ভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে স’ম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।
যদিও রাকিবকে নিয়ে মাহি বলেছিলেন, ‘আম’রা বন্ধু। শুধু বন্ধু নই, আম’রা অনেক অনেক ভালো বন্ধু। ’ এখন শুধু সময়ের অ’পেক্ষা সব গুঞ্জনের জট খুলতে। দেখা যাক, ১৩ সেপ্টেম্বর মাহি তার প্রিয় বন্ধুর সঙ্গে সংসার সাজানোর বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেন কিনা?