সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
বুধবার, ৭ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়ায় চো’রাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে জুড়ি ও বড়লেখার দুই যুবক আ’ট’ক

চো’রাইকৃত বাজাজ পালসার মোটরসাইকেল বিক্রি করতে মৌলভীবাজারের কুলাউড়ায় ক্রেতাকে দেখতে নিয়ে গেছিলেন কা’ম’রুল ইস’লাম নামে এক যুবক। তখন মোটরসাইকেলটির মূল মালিক সিলেট থেকে ৮ মাস আগে তার চু’রি যাওয়া মোটরসাইকেলটি একজন স্বজনের মাধ্যমে চিহ্নিত করেন। এ সময় মোটরসাইকেলটি বিক্রি করতে আসা যুবককে হাতেনাতে আ’ট’ক করে পু’লিশের কাছে সোপর্দ করা হয়। পু’লিশ ওই যুবকের কাছ থেকে তথ্য নিয়ে চু’রির সাথে জ’ড়িত মামুনুর রশীদকেও আরেকটি চো’রাই মোটরসাইকেলসহ আ’ট’ক করেন।

আ’ট’ককৃত দুই যুবক জে’লার জুড়ী উপজে’লার বিশ্বনাথপুর গ্রামের মৃ’ত তৈমুছ আলীর পুত্র কা’ম’রুল ইস’লাম (২০) ও বড়লেখা উপজে’লার উত্তর সুজানগর গ্রামের মাতাবুর রহমানের পুত্র মামুনুর রশীদ (২৭)। আ’ট’ককৃতদের রোববার (১২ সেপ্টেম্বর) মোটরসাইকেল চু’রির মা’মলায় মৌলভীবাজার আ’দালতের মাধ্যমে জে’লহাজতে প্রেরণ করা হয়েছে।

মা’মলার এজাহার ও পু’লিশ সূত্রে জানা যায়, সিলেটের জালালাবাদ এলাকা থেকে স্থানীয় বাসিন্দা শামীম আহম’দ সোহাগের ব্যবহৃত বাজাজ পালসার মোটরসাইকেলটি চু’রি হয় চলতি বছরের জানুয়ারি মাসে । প্রায় ৮ মাস পর গত শনিবার বিকেলে আ’ট’ক কা’ম’রুল ইস’লাম একটি পালসার মোটরসাইকেল বিক্রির জন্য কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ায় নিয়ে যায় শামীম আহম’দের স্বজন শিপু মিয়ার কাছে। শিপু মিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরে কুলাউড়ায় গিয়ে মোটরসাইকেলটি তার বলে নিশ্চিত হোন শামীম। পরে কা’ম’রুলকে আ’ট’ক করে কুলাউড়া থা’না পু’লিশের কাছে সোপর্দ করা হয়। আ’ট’ক কা’ম’রুল তার সহযোগী মামুনুর রশীদ মোটরসাইকেলটি চু’রি করে এনে দিয়েছে পু’লিশের কাছে স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে কুলাউড়া থা’নার উপ পরিদর্শক (এস আই) হাবিবুর রহমান শনিবার রাতে বড়লেখার রতুলীবাজারে অ’ভিযান চালিয়ে মামুনুরকে আ’ট’ক করেন। এ সময় তার কাছে থাকা আরেকটি চো’রাইকৃত বাজাজ ডিসকভা’র সাইকেল উ’দ্ধার করা হয়।

এস আই হাবিবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কা’ম’রুল ও মামুনুর মোটরসাইকেল দুটি চু’রি করার কথা স্বীকার করেছেন। বাজাজ পালসার মোটরসাইকেলটির মালিক বাদী হয়ে থা’নায় মা’মলা দায়ের করেছেন।

কুলাউড়া থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, মামুনুর ও কা’ম’রুলের কাছ থেকে দুইটি চো’রাই মোটরসাইকেল উ’দ্ধার করা হয়েছে। তাদেরকে আ’দালতের মাধ্যমে জে’লহাজতে প্রেরণ করা হয়েছে। সাম্প্রতিক মোটরসাইকেল চু’রির ঘটনায় এই চক্রের বাকি সদস্যদের গ্রে’প্তারে পু’লিশ অ’ভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: