cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
হবিগঞ্জ-বানিয়াচং সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট’কার খাদে পড়ে কাকন দাস (২১) নামে এক তরুণী নি’হত হয়েছেন। এ ঘটনায় আ’হত হয়েছেন আরও ৩ জন।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনারু গ্রামের ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সুনারু গ্রামের মতি লাল দাস স্ব-পরিবারে প্রাইভেট’কারযোগে মৌলভীবাজার থেকে গ্রামের বাড়িতে আসছিলেন। এসময় কারটি ব্রিজ থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। খবর পেয়ে থা’না পু’লিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উ’দ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতা’লে নিলে কর্তব্যরত চিকিৎসক মতিলাল দাসের কন্যা কাকন দাসকে মৃ’ত ঘোষণা করেন।
এ ছাড়া প্রাইভেট’কারে থাকা একই পরিবারের আরও ৩ সদস্য আ’হত হয়। আ’হতরা হচ্ছে মতি লাল দাস (৬৫), তার স্ত্রী’ কা’মিনী দাস (৫৫) ও বৃন্দা দাস (২৩) । এর মধ্যে কা’মিনী দাসের অবস্থাও আশ’ঙ্কাজক বলে জানা যায়।
দুর্ঘ’টনা, মৃ’ত্যু ও আ’হতের খবর নিশ্চিত করেছেন বানিয়াচং থা’নার ওসি (ত’দন্ত) প্রজিত কুমা’র দাস।