cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় হতাহতরা এক আত্মীয়ের বিয়েতে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। কিন্তু বিধি তাদের সেই বিয়েতে অংশগ্রহণ করতে দেয়নি। এর আগে এক দুর্ঘ’টনায় সব উলটপালট হয়ে যায় মাইক্রোবাসে থাকা যাত্রীদের।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজে’লার ভাটেরার হোসেনপুর নামক স্থানে একটি মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় নি’হত হন তিনজন। নি’হতদের মধ্যে বাবা ছে’লেও রয়েছেন। তারা সিলেটের আম্বরখানা এলাকার লোহার পাড়ার বাসিন্দা। নি’হতরা হলেন ফরিদ মিয়া (৪৮) ও তার ছে’লে আফিফ (৮)।
কুলাউড়া থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) বিনয় ভূষণ দাস ৩ জন মৃ’ত্যুর কথা জানালেও বেলা আড়াইটায় সিলেট ওসমানী হাসপাতা’লে গিয়ে দুজনের লা’শ পাওয়া যায়। এছাড়া আ’হত অবস্থায় ছয়জন হাসপাতা’লে ভর্তি হয়েছেন।
হাসপাতা’লে উপস্থিত ফরিদ মিয়ার বোনের মে’য়ে তানজিনা বেগম বলেন, দুটি মাইক্রোবাসে করে তারা সকলে ভাটেরায় এক আত্মীয়ের বিয়েতে যাচ্ছিলেন। একটি মাইক্রোবাস আগে ছিলো। পেছনের নোহা মাইক্রোবাসকে ট্রেন ধাক্কা দেয়। এতে আমা’র মামা ও মামাত ভাই নি’হত হন। এছাড়া মামি, মামাতো বোন, খালাসহ ৬ জন আ’হত হন।
আড়াইটা পর্যন্ত হাসপাতা’লে দুটি ম’রদেহ আসার কথা জানিয়ে ওসমানী হাসপাতা’লের পু’লিশ ফাঁড়ির ইনচার্জ রুবেল মিয়া। দুর্ঘ’টনায় আ’হতদের মধ্যে ৩ জনের অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন তিনি।
এদিকে দুর্ঘ’টনার পর সিলেটের পথে রেল যোগাযোগ সাময়িক সময়ের জন্য বন্ধ থাকলেও পরে তা ফের সচল হয়।