cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
হবিগঞ্জ জে’লার নবীগঞ্জ উপজে’লার সদর ইউনিয়নের গুজাখাইর শরেষপুর থেকে মিশুক চালক আবিদুর রহমান (১৮) এর লা’শ উ’দ্ধার করেছে নবীগঞ্জ থা’না পু’লিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর ) দুপুর ১২ টার দিকে ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর শরেষপুর গ্রামে রাস্তার পাশের একটি ডোবা থেকে তার লা’শ উ’দ্ধার করা হয়। নি’হত আবিদুর রহমান নবীগঞ্জ পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামের পাতা মিয়ার পুত্র। জানা যায়, গত মঙ্গলবার গুজাখাইর থেকে নবীগঞ্জে এসে যাত্রী নিয়ে নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমিরপুরের এদিকে যাওয়ার পর থেকে মিশুক গাড়ি ও তার সন্ধান পাওয়া যাচ্ছিলনা। আত্মীয় -স্বজন, পরিচিত সকলসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে বুধবার নবীগঞ্জ থা’নায় একটি সাধারণ ডায়েরী করা হয়। ডায়েরী করার পর থেকেই নবীগঞ্জ থা’না পু’লিশ মিশুকগাড়ি ও তার সন্ধানে অ’ভিযান শুরু করে। এদিকে নিখোঁজের ৩ দিন পর
(০৩ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর শরেষপুর গ্রামে রাস্তার পাশের একটি ডোবায় লা’শ দেখতে পান স্থানীয়রা, পরে পু’লিশকে খবর দিলে নবীগঞ্জ থা’নার ওসি মোঃ ডালিম আহম’দের নেতৃত্বে একদল পু’লিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় লা’শটি উ’দ্ধার করে লা’শের সুরতহাল রিপোর্ট তৈরী করে লা’শটি হবিগঞ্জ ম’র্গে প্রেরণ করেন।
তবে এখন পর্যন্ত তার মিশুক গাড়িটির কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পু’লিশ সুপার আবুল খায়ের, নবীগঞ্জ থা’নার ওসি মোঃ ডালিম আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমা’র পাল হিমেলসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি আবুল খায়ের লা’শ উ’দ্ধারের সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মিশুক গাড়িটির জন্যই তাকে হ’ত্যা করা হয়েছে।