cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজে’লায় তুচ্ছ ঘটনায় দুইপক্ষের সং’ঘর্ষে নারী ও শি’শুসহ কমপক্ষে ২৬ জন আ’হত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজে’লার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বেশকিছু বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অ’ভিযোগও উঠেছে।
আ’হতরা হলেন- সোহাগ (২০), মুহাম্ম’দ আলী (২৪), আলামীন (৩৫), সাইদুল মিয়া (২৭), রুবেল মিয়া (১৯), হৃদয় (২০), আনার মিয়া (৪৫), রিমা আক্তার (২৬), সাজু বেগম (২৩), সানজু আরা (১৫), ময়না বেগম (১০), সাদিক মিয়া (৭), সাহানা বেগম (৫০), হামিদা খানম (২০), খুরশিদ মিয়া(২৩), রাশেদ (৩৮), কাসেম মিয়া (৩০), রিপন (১৬), নাজমুল (১৩), রাহিমা (১১), নাদিয়া (৯), কারিমা আক্তার (১৪), রিফাত (১৪), ফারুক (৩০), ইকবাল (২৬), বাবুল (২৫)।
হাসপাতাল ও পু’লিশ সূত্রে জানা যায়, মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের আমির হকের ছে’লে সোহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানের জামাতা খুরশিদ মিয়াকে ‘ঘরজামাই’ ডাকেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকা’টাকাটি হয়।
বুধবার দুপুরে হাজী মা’র্কে’টে খুরশিদকে মা’রধর করেন সোহাগ মিয়া। পরে বাজারে এক সালিশ বৈঠকে সোহাগ ও খুরশিদ মিয়াকে মিলিয়ে দেন তারা। এরপরও দুইপক্ষই এলাকায় গিয়ে মা’রামা’রিতে জড়িয়ে পড়েন। এতে উভ’য়পক্ষের ২৬ জন আ’হত হন। আ’হতদের উ’দ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতা’লে চিকিৎসা দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থা’নার ওসি মুহাম্ম’দ এম’রানুল ইস’লাম জানান, খবর পেয়ে পু’লিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অ’তিরিক্ত পু’লিশ মোতায়েন করা হয়েছে। আ’হতদের হাসপাতা’লে চিকিৎসা দেওয়া হয়। তবে এখনো কোনো পক্ষই থা’নায় অ’ভিযোগ করেনি।