cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ইতালি থেকে ট্রেনের ছাদে চেপে ফ্রান্স সীমান্তে যাবার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রা’ণ হারিয়েছেন এক বাংলাদেশি তরুণ। রোববার (২৯ আগস্ট) ইতালির পেলিয়া অঞ্চলের কাছে ভেন্তিমিগ্লিয়াতে ট্রেনের ছাদে বসে ফ্রান্স সীমান্তে যাবার সময় মৃ’ত্যু হয় ১৭ বছর বয়সি ওই যুবকের। একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে যখন ট্রেনটি যাচ্ছিল, সেই সময় দুর্ঘ’টনাটি ঘটে।
সীমান্তের কাছে শেষ স্টেশন থেকে যখন ট্রেনটি ছাড়ে, সেই সময় ছাদে লাফ দিয়ে ওঠে সেই তরুণ। ট্রেনের চালক প্রা’ণপণ চেষ্টা করেন ব্রেক কষে তার প্রা’ণ বাঁ’চাতে। কিন্তু শেষ রক্ষা হয়নি।
উ’দ্ধারকর্মীরা যখন তরুণের মৃ’তদেহ খুঁজে পান, সেইসময় তার পকেট থেকে পাওয়া যায় একটি চিরকুট। সেখানে লেখা ছিল যুবকের বয়স এবং পরিচয়। সাথে তার পকেট থেকে পাওয়া যায় স্থানীয় থা’নায় হাজিরা দেবার নির্দেশের কাগজ।
স্থানীয় দমকলকর্মীরা যুবকের ম’রদেহ উ’দ্ধার করতে লাগলে রেল চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে। ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পু’লিশ, উ’দ্ধারকর্মী ও ভেন্তিমিগ্লিয়ার মেয়র গায়েতানো স্কুলিনো।
মেয়র স্কুলিনো ঘটনায় ’গভীর শোক প্রকাশ’ করে ইতালিয়ান রেল কর্তৃপক্ষকে ’রেল যাতায়াতের দুই দিকেই উন্নত নজরদারি ব্যবস্থা গ্রহণের’ অনুরোধ জানান৷
একই পথে গত কয়েক বছরে ফ্রান্সে যেতে গিয়ে প্রা’ণ হারিয়েছেন অন্তত ২০জন। ভেন্তিমিগ্লিয়া ও কান শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী কোল দে ম’র্ট সুড়ঙ্গকে এই ধারাবাহিক দুর্ঘ’টনার কারণে স্থানীয়রা ডাকেন ’ডেথ পাস’ বা ’মৃ’ত্যু পথ’ নামে।
মৃ’তদের মধ্যে অনেকেই বিভিন্ন মানবপাচারকারী দালালকে বড় অঙ্কের টাকা দিয়ে থাকেন। কিন্তু বিপজ্জনক জায়গায় পৌঁছানোর আগে টাকা পেয়ে গেলে এই অ’ভিবাসনপ্রত্যাশীদের একা রেখে চলে যায় তারা।
ফলে, নানা ধরনের ঝুঁ’কি নিয়ে সীমান্ত পেরোনোর চেষ্টা করে অ’ভিবাসনপ্রত্যাশীরা, যার সাম্প্রতিকতম উদাহ’রণ এই বাংলাদেশি যুবকের ম’র্মা’ন্তিক পরিণতি।