cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মৌলভীবাজারের ছেলে জিদান মিয়া স্প্যানিশ দলের সঙ্গে চুক্তি করেছেন। তিনিই প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে লা লিগার দল রায়ো ভায়েকানোতে নাম লেখালেন।
সুখবরটি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে এক বার্তা দিয়েছেন ২১ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।
জিদান বলেন, ‘২০২১/২২ মৌসুমের জন্য রায়ো ভায়োকানের হয়ে চুক্তিবদ্ধ হলাম। বিষয়টি জানাতে পেরে নিজেকে বেশ সৌভাগ্যবান মনে হচ্ছে। আমার ওপর ভরসা রেখে সুযোগ করে দেয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই ক্লাবকে। বর্তমান-সাবেক কোচ ও পরামর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। যারা আমাকে দীর্ঘদিন সমর্থন ও ভালোবাসা দিয়েছেন।’
জিদানের দল রায়ো ভায়োকানোর সাফল্যও বিশ্বজোড়া। ২০১৮-১৯ সালের পর প্রথম দফা সর্বোচ্চ লিগে জায়গা করে নিয়েছে রায়ো ভায়োকানো। জেনেভো সকার অ্যাকাডেমির পরিচালক ও ফুটবল এজেন্ট মরিস পানেইলোর হাত ধরে মাদ্রিদের দলটির সঙ্গে নিজের নাম জড়ালেন জিদান।
জিদানের বাবা সুফিয়ান মিয়া। মায়ের নাম শিপা। সত্তরের দশকে লন্ডনে পাড়ি জমান তারা। ২০০১ সালে জন্ম হয় জিদানের। জিদানের দাদার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। ২০১৪ সালে সবশেষ বাংলাদেশে এসেছিলেন জিদান। বাংলাদেশ দলে কখনও ডাক পেলে তাদের পক্ষ থেকে স্যাক্রিফাইসও করা হবে জানিয়েছেন তিনি।
বাবা সুফিয়ান মিয়া বলেছেন, ‘জিদান সবসময়ই বাংলাদেশের হয়ে খেলতে চায়। বাংলাদেশ থেকে যদি ওকে ডাকে, এটা অবশ্যই ওর জন্য সম্মানের হবে। যদি বাংলাদেশ থেকে ডাক আসে, তা হলে আমাদের পক্ষ থেকে স্যাক্রিফাইস করবো।’
ডেভিড বেকহ্যাম সকার অ্যাকাডেমিতে ফুটবলে হাতেখড়ি জিদানের। দুই বছর প্রশিক্ষণ নিয়ে ক্রিসটাল প্যালেস এফসির জুনিয়ার পর্যায়ে খেলেছেন। আর্সেনাল এফসি ডেভেলপমেন্ট স্কোয়াডের হয়েও মাঠে নামেন। ডেনমার্ক, হংকং ও থাইল্যান্ডের বিভিন্ন জুনিয়র ক্লাবে খেলারও অভিজ্ঞতা আছে তার।
পাশে থাকার জন্য বাংলাদেশের মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন জিদান। তিনি বলেন, আমার শিখড় বাংলাদেশ থেকে দীর্ঘদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পাশে ছিলেন। তাদের সবাইকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সমর্থন ছিল নজরকাড়া। সবাইকে ভালোবাসা। কঠিন কাজ শুরু হলো। বিগ ২০২১/২২ মৌসুমের অপেক্ষায়।’