সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
সোমবার, ৫ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মোবাইলে প্রে’ম-বিয়ে, ২৭ লাখ টাকা আত্মসাতের মা’মলায় তরুণী শ্রীঘরে!

মোবাইল ফোনে প্রথমে প্রে’ম। তারপর সেই মোবাইলের মাধ্যমেই সৌদি প্রবাসী মো. খোকনের সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে নুরজাহান স্মৃ’তি নামে এক তরুণীর বিয়ে হয়। দেনমোহরের নিশ্চয়তার জন্য প্রবাসীর বড় ভাইয়ের ব্যাংক হিসাবের একটি চেক সুরক্ষা হিসেবেও রাখে কনের পরিবার। এরপরও স্মৃ’তি স্বামীর গ্রামের বাড়িতে থাকতে নারাজ। এরপর স্বামীকে বিভিন্নভাবে বুঝিয়ে জে’লা শহরের উপকণ্ঠে জমি কিনতে ১০ লাখ টাকা নেন নববধূ। এভাবেই বিভিন্ন অজুহাতে খোকনের কাছ থেকে ২৭ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি ওই ভুক্তভোগীর।

জানা গেছে, সৌদি থেকে গত জুন মাসে খোকন লক্ষ্মীপুরের কমলনগর উপজে’লার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়ার বাড়িতে আসেন। গেল মাসের ১৯ জুন সদর উপজে’লার পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় মে’য়ের বাড়িতে এসে আনুষ্ঠানিকভাবে বিয়েও সম্পন্ন করেন তারা। ওইদিন জো’রপূর্বক স্মৃ’তির পরিবার খোকনের কাছ থেকে ৩০০ টাকার রেজিস্ট্রিকৃত স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেয়। এতে স্মৃ’তিকে শারীরিক, মানসিক নি’র্যা’তন করা যাবে না, ফোনে কথা বলতে বাধা না দেওয়া যাবে না এবং পরিবারের সদস্যদের সঙ্গে কখনো খা’রাপ আচরণ না করাসহ কয়েকটি শর্ত উল্লেখ করা হয়।

এরআগে, ২০২০ সালের ১৩ নভেম্বর মোবাইল ফোনের মাধ্যমে সৌদি থেকে ওই তরুণীকে বিয়ে করেন খোকন। আনুষ্ঠানিক বিয়ের পরেও স্মৃ’তিকে খোকন তার বাড়িতে তুলে নিতে চাইলে কালক্ষেপন শুরু করে তাদের পরিবার। এরমধ্যেই হঠাৎ করে ১৮ জুলাই স্মৃ’তি লক্ষ্মীপুর আ’দালতে উপস্থিত হয়ে খোকনকে তালাক দেন। এ ঘটনায় ২১ আগস্ট খোকনের বড় ভাই আবুল খায়ের মানিক বাদী হয়ে কমলনগর থা’নায় প্রতারক নুরজাহান স্মৃ’তিসহ ৭ জনের নামে প্রতারণা মা’মলা দায়ের করেন।

অন্য আ’সামিরা হলেন- সালেহ আহম্ম’দ, মো. ইব্রাহিম, জেসমিন আক্তার, মো. রিংকু, আলী হায়দার চৌধুরী প্রিয় ও ঘট’ক মো. শাহ’জাহান। এরমধ্যে ঘট’ক শাহ’জাহান ছাড়া অন্য ছয় আ’সামি ২৫ আগস্ট লক্ষ্মীপুর আ’দালতে আত্মসম’র্পন করে জামিন আবেদন করেন। আ’দালতের বিচারক ওই বধূকে কারাগারে পাঠিয়ে অন্য আ’সামিদের জামিন মঞ্জুর করেন। স্মৃ’তি জে’লা কারাগারে রয়েছে। স্মৃ’তি সদর উপজে’লার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার মৃ’ত নুরনবীর মে’য়ে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ভূক্তভোগী প্রবাসী, পু’লিশের সঙ্গে কথা ও মা’মলার এজাহার সূত্রে এসব তথ্য জানা গেছে।

মো. খোকন বলেন, স্মৃ’তিকে আমা’র পছন্দ হওয়ায় সকল শর্তে রাজি হয়েছি। বিভিন্ন অজুহাতে আমা’র ২৭ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বিয়ের নামে তারা পরিক’ল্পিতভাবে প্রতারণা করেছে। কেউ যেন এমন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য আ’সামিদের দৃষ্টান্তমূলক শা’স্তি চাই। এ বিষয়ে কমলনগর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানান, বিয়ের নামে স্মৃ’তি ও তার পরিবার প্রবাসীর সঙ্গে প্রতারণা করেছে। ছয় আ’সামি আ’দালতে আত্মসম’র্পন করে জামিন চেয়েছে। এরমধ্যে পাঁচজনকে আ’দালত জামিন দিলেও স্মৃ’তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। স্মৃ’তি এখন কারাগারে আছেন। (সূত্র: কালেরকন্ঠ)

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: