সর্বশেষ আপডেট : ২ ঘন্টা আগে
সোমবার, ৫ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

‘মিস্টার বিনের’ দেখা মিলল খোদ বাংলাদেশে!

ছোট বড় সকলের প্রিয় মুখ ব্রিটিশ কমেডিয়ান মিস্টার বিন। কমেডি শো মিস্টার বিন দেখেনি এমন মানুষ হয়ত খুঁজে পাওয়া কঠিন। ছোট বড় সবার কাছেই অতি পরিচিত চরিত্র মিস্টার বিন। মুখে কোন কথা নেই, কেবল অঙ্গভঙ্গি আর অভিব্যক্তি দিয়ে যে কাওকে হাসতে বাধ্য করেন মিস্টার বিন!

সেই মিস্টার বিন বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন! অবাক হচ্ছেন? শুনতে অবাক লাগলেও দেশের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে স্যুট-বুট পরে পুতুল হাতে মিস্টার বিনের অবিকল এক চরিত্রকে।

সেই মিস্টার বিনকে এখন দেখা যায় বাংলাদেশের নানা প্রান্তে। স্যুট-বুট সঙ্গে পুতুল, করেন মিস্টার বিনের মতো অঙ্গভঙ্গি। নাম রাসেদ শিকদার, মূলত একজন জাদুশিল্পী। জাদুর হাতেখড়ি হয় ২০১০ সালে, এরপর ২০১৭ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে জাদু বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘চোখের পলকে’ নিয়মিতভাবে জাদু দেখান।

জাদুর পাশাপাশি চেহারায় মিল আছে এমন কমেডি চরিত্রে অভিনয় করেন। রাসেদ জানান তার মিস্টার বিন হয়ে ওঠার গল্প, চেহারায় মিল থাকায় অপর এক জাদুশিল্পী তাকে মিস্টার বিনকে অনুকরণের পরামর্শ দেন। সেই থেকে রাশেদ হয়ে ওঠেন বাংলার মিস্টার বিন।

রাসেদ শিকদার জানান, বাংলাদেশে এম রহমান নামে একজন ম্যাজিশিয়ান আছেন। উনি আমাকে বললেন রাসেদ তোমার চেহারা-তো মিস্টার বিনের সাথে মিলে যায়। তুমি যেহেতু ম্যাজিক করো। ম্যাজিকের পাশাপাশি এটাও চেষ্টা করতে পারো। তখন থেকে আমি ভাবলাম এটাকে কাজে লাগানো যায়। তখন থেকেই চেষ্টা করি।

তিনি আরও জানান, বাংলার মি. বিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার আগে থেকেই অনেকে বলতো, তাকে দেখতে মি. বিনের মতো লাগে। রাসেদের ইচ্ছা ইউটিউবে সুস্থ ধারার বিনোদন দিয়ে সফল হওয়া। ভালো নির্মাতার অধীনে কমেডি চরিত্রে অভিনয় করার ইচ্ছা, বাংলার মিস্টার বিন রাসেদের।

ইতোমধ্যে ইউটিউবে সাড়া পরছে বাংলার মিস্টার বিনের বিভিন্ন ভিডিও। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: