সর্বশেষ আপডেট : ৪ ঘন্টা আগে
বুধবার, ৭ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

কুলাউড়ায় পুঞ্জির ২৮০০ পান গাছ কেটে ফেলার অভিযোগ

মৌলভীবাজারের কুলাউড়ার একটি খাসিয়া পুঞ্জিতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষ সামাজিক বনায়নের উপকাভোগী কর্তৃক পান জুমের ২ হাজার ৮০০ গাছ কে’টে ফেলার অ’ভিযোগ ওঠেছে। বুধবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজে’লার কর্মধা ইউনিয়নের বেলুয়া পুঞ্জিতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বেলুয়া পুঞ্জির হেডম্যান হেনরি তালাং ৮ জনকে অ’ভিযু’ক্ত করে থা’নায় একটি অ’ভিযোগ দায়ের করেছেন।

এদিকে বার বার পানের গাছ কর্তনের ঘটনায় পুঞ্জির আদিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অ’ভিযোগ সূত্রে জানা যায়, উপজে’লার কর্মধা ইউনিয়নে সামাজিক বনায়ন নিয়ে উপকারভোগী কর্মধার বাসিন্দা রফিক মিয়া, বশির মিয়,ইস’রাইল আলী গংদের সাথে স্থানীয় ডুলুছড়া পুঞ্জির বাসিন্দাদের বিরোধ চলছিলো। এরই জের ধরে ২৫ আগস্ট গভীর রাত আনুমানিক ২টার দিকে পার্শ্ববর্তী বেলুয়া পুঞ্জির প্রায় ২৫ একর জমির পানজুমের ২ হাজার ৮০০ গাছ কে’টে ফেলা হয়।

বেলুয়া পুঞ্জির পান জুমের মালিক ও ডেম্যান হেনরি তালাং এবং পারমিত চিরামসহ ক্ষতিগ্রস্ত পাঁচ পান চাষিরা জানান, রফিক মিয়া, বশির মিয়া ও ইস’রাইল আলী গংরা কর্মধার সবকটি টিলায় বসবাসরত পান জুমের ভূমি সামাজিক বনায়নের দাবি করে জো’রপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে। এজন্য পুঞ্জির লোকদের হু’মকি দিয়ে আসছিলো তারা। প্রায় ২ সপ্তাহ আগের ডুলুছড়া পুঞ্জির বাসিন্দাদের হয়রানী ও উচ্ছেদ করা পায়তারা শুরু করে। বনায়নের চারা গাছ বিনষ্টের মিথ্যা অ’ভিযোগ এনে মা’মলা দায়ের করা হয়।

তারা আরও জানান, আম’রা পুঞ্জিবাসীরা বিষয়টি প্রতিবাদ করেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে বশির মিয়ারা বনায়নের নামে জুম দখলের জন্য পরিক’ল্পিতভাবে দেশীয় অ’স্ত্র নিয়ে রাতের আধারে আমাদের পানজুমে হা’মলা চালায়। এ সময় ১৮ লক্ষাধিক টাকার ২ হাজার ৮০০ পান গাছ কে’টে ফেলে তারা। পরদিন বুধবার রাতে আম’রা থা’নায় অ’ভিযোগ দায়ের করেছি। আতঙ্কে আছি বনায়নের নামে আমাদের উচ্ছেদের পায়তারা করা হচ্ছে।

সামাজিক বনায়নের উপকারভোগী বশির মিয়া ও ইস’রাইল মিয়ার কাছে বৃহস্পতিবার বিকেল মুঠোফোনে অ’ভিযোগের ব্যাপারে জানতে চাইলে তারা বলেন, বেলুয়া পুঞ্জি বনায়ন এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরত্ব। সেখানে গিয়ে পানগাছ কা’টার অ’ভিযোগ ভিত্তিহীন।

বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক ফ্লোরা বাবলী তালাং বলেন, পূর্ব পুরুষদের থেকে আম’রা পাহাড়ে বসবাস ও পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছি। বনবিভাগ সামাজিক বনায়ন করুক আম’রাও চাই। কিন্তু বনায়নের নামে পানজুমধ্বং,স করে আদিবাসীদের উচ্ছেদের পায়তারা চালাচ্ছে একটি মহল। নিরীহ আদিবাসীদের মা’মলা দিয়ে হয়রানী ও হা’মলা বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

বাংলাদেশ পরিবেশ আ’ন্দোলন বাপার সিলেটের সাধারণ সম্পাদক আবুল করিম কিম জানান, কয়দিন পর পর এভাবে পান গাছ কে’টে পেলা হচ্ছে কিন্ত এর কোন সুরাহা হচ্ছে না। রাষ্ট্র যদি মনে করে এরা তার নাগরিক তাহলে নীরব থাকা ঠিক হবে না।

কুলাউড়া থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, অ’ভিযোগ পেয়েছে। মা’মলা প্রক্রিয়াধীন আছে। ত’দন্ত ভূষণ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: