সর্বশেষ আপডেট : ৪০ মিনিট ৩৮ সেকেন্ড আগে
শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১ খ্রীষ্টাব্দ | ৯ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

অধিকার ফিরিয়ে না দিলে মিয়ানমারে ফিরবে না রোহিঙ্গারা

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমা’র সে’নাবাহিনীর হ’ত্যা ও নি’র্যা’তনের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজে’লায় আশ্রয় নেয়। রোহিঙ্গাদের আসার চার বছর আজ। দীর্ঘ এই চার বছরে ক্যাম্পের ছোট ঝুপড়ি ঘরগুলোতে কে’টে গেছে তাদের সময়। কিন্তু, দীর্ঘ চার বছরেও রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসন শুরু করা যায়নি। কবে থেকে তা শুরু করা যাবে সে বিষয়টিও অনিশ্চিত।

অনুপ্রবেশকারী রোহিঙ্গার সংখ্যা দেশে যখন ১০ লাখের বেশি পার হয়ে যায় তখন বাংলাদেশ সরকার প্রথম মিয়ানমা’রের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়। বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে কক্সবাজারের ৩৪টি ক্যাম্পে বসবাস করছে। এরই মধ্যে দু’দফা তারিখ দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের চেষ্টা চালিয়েও ফলপ্রসু হয়নি। কখন তারা স্বদেশে ফিরে যাবে তার কোনও নিশ্চয়তা নেই। মিয়ানমা’রের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের দ্বিপাক্ষিক আলোচনা নানা কারণে থমকে আছে। তবে রোহিঙ্গাদের দাবি, তাদের অধিকার ফিরিয়ে না দিলে মিয়ানমা’রে ফিরে যাবে না তারা।

উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের প্রবীণ রোহিঙ্গা আলী জোহর মাইজ্যা বলেন, ‘মিয়ানমা’র মিলিটারি আমাদের ওপর যে নি’র্যা’তন-অ’ত্যাচার চালিয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। তাদের অ’ত্যাচার সহ্য করতে না পেরে বাংলাদেশে পরিবার নিয়ে পালিয়ে আসি। আমা’র মেঝ ছে’লে মোহাম্ম’দ কায়েসকে গু’লি করে হ’ত্যা করে মিলিটারিরা। এখনো আমা’র ছে’লের কথা মনে পড়লে আমা’র ঘুম আসে না। সেই দেশে অধিকার ছাড়া আবার কী’ করে ফিরে যাই?’

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা নেতা মোহাম্ম’দ জয়নাল বলেন, ‘মিয়ানমা’র জন্মভূমি হলেও সেখানে স্বাধীনভাবে থাকতে পারিনি আম’রা। প্রতিনিয়ত নি’র্যা’তন ও বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে আমাদের। সেই অ’ত্যাচারে এদেশে পালিয়ে আসি। যদি স্বাধীনতা পাই, অধিকার পাই আবারও সেই জন্মভূমিতে ফিরে যাবো।’

শামলাপুর ক্যাম্পের শামশুল আলম বলেন, ‘মিয়ানমা’রের সে’নাবাহিনীরা আমাদের এতো নি’র্যা’তন করেছে, এতো মানুষ মা’রলো, অথচ আন্তর্জাতিক আ’দালতে তাদের কোনো বিচার হচ্ছে না। আমাদের জন্য কেউ কথা বলছে না। বাংলাদেশে এসে স্থান পেয়েছি। সেজন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই।’

বাংলাদেশ সরকার এবং ‘ইউএনএইচসিআর’ এর তত্ত্বাবধানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এসব রোহিঙ্গাকে খাদ্য, চিকিৎসা’সহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন অফিস ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কমিশনার শাহ্‌ রেজওয়ান হায়াত বলেন, ‘মাঠ পর্যায়ে প্রশাসন প্রস্তুতি নিয়ে রেখেছে। রোহিঙ্গারাও অনেকে প্রস্তুত প্রত্যাবাসনের জন্য। যখনই নির্দেশনা আসবে আম’রা তা বাস্তবায়ন করবো।’

অনুপ্রবেশের শুরু থেকে বছর পূর্তি উদযাপন করলেও গত বছর বিভিন্ন সংকটের কারণে ৩ বছর পূর্তি উদযাপন করেনি রোহিঙ্গারা। এর আগের বছর ২০১৯ সালের ২৫ আগস্ট ঢাক-ঢোল পি’টিয়ে রোহিঙ্গা-নারী পুরুষের বড় সমাবেশের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করে তারা। জন সমাবেশে নেতৃত্ব দিয়েছিলেন মুহিবুল্লাহ নামক রোহিঙ্গা নেতা।

এ ব্যাপারে আরআরআরসি কমিশনার শাহ্‌ রেজওয়ান হায়াত বলেন, ‘২৫ আগস্ট ক্যাম্পে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। প্রত্যেক বছর রোহিঙ্গারা এইদিনে তারা প্রোগ্রাম করে। তবে এবারও আবেদন করেছিল, আম’রা নিরাপত্তার স্বার্থে অনুমতি দেইনি।’

এদিকে, উখিয়া ও টেকনাফে বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাসের কারণে পরিবেশ ও প্রতিবেশগত নানা সংকট সৃষ্টি হয়েছে। তাদের বসবাসের ঘর তৈরির জন্য কে’টে ফেলা হয়েছে পাহাড়ি ছোট-বড় অসংখ্য গাছপালা। একসময়ের সবুজ পাহাড় এখন বৃক্ষশূন্য হয়ে পড়েছে। ফলে সেখানে পরিবেশ, বনভূমি ও জীববৈচিত্র্য হু’মকিতে পড়েছে। পাহাড়ে রোহিঙ্গাদের বসতি স্থাপন করতে গিয়ে হাতির আবাসস্থল ও বিচরণক্ষেত্রও বিনষ্ট হয়েছে।’

রোহিঙ্গারা স্থানীয় জনগোষ্ঠীর জন্য বর্তমানে হু’মকি হয়ে দাঁড়িয়েছে। দিন-দুপুরে লোকালয়ে ঢুকে স্থানীয়দের বিভিন্ন হু’মকি-ধমকি, খু’ন ও ডা’কাতির মতো ঘটনা ঘটায়।

উখিয়ার পালংখালীর ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী রাইজিংবিডিকে বলেন, ‘রোহিঙ্গাদের সুখ বেশি দিয়ে ফেলছে দেশি-বিদেশি এনজিও সংস্থাগুলো। তারা এখন দাপুটের সঙ্গে কথা-বার্তা বলছে। সেই সঙ্গে তাদের বি’রুদ্ধে স’ন্ত্রাসী কর্মকা’ণ্ড, অ’প’রাধ, চাঁদাবাজি, অ’পহ’রণ, খু’ন, গু’ম, মা’দক পাচার ও মা’দক ব্যবসা’সহ নানা অ’পর্কমের সঙ্গে জ’ড়িত থাকার যথেষ্ট অ’ভিযোগ রয়েছে।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘দিনের পর দিন তারা স্থানীয়দের ওপর হা’মলা করছে। এমনকি তাদের হাতে খু’ন হয়েছে স্থানীয় অনেকে। স্থানীয়দের গু’ম করে মোটা অংকের চাঁদা দাবি করে তারা। এমনকি ক্যাম্পে আ’গুন ধরিয়ে দিয়ে ক্ষতিকর পরিবেশ সৃষ্টি করে। এক কথায় তাদের কাছে অনিরাপদ স্থানীয়রা। এ অবস্থা চলতে থাকলে ক্যাম্পগুলোর আশেপাশে স্থানীয়দের বসবাস অযোগ্য এবং খুবই ঝুঁ’কিপূর্ণ হয়ে উঠবে।’

রোহিঙ্গাদের জন্য স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক অর্থনৈতিক কারণে প্রতিনিয়ত তীব্র অসন্তোষ সৃষ্টি হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব রোহিঙ্গারা স্বদেশে ফিরে যাক, এটাই কা’মনা স্থানীয়দের।

উল্লেখ্য, মিয়ানমা’রের রাখাইন প্রদেশের সীমান্তরক্ষী বাহিনীর তল্লা’শি চৌকিতে হা’মলার অ’ভিযোগ এনে মিয়ানমা’র সে’নাবাহিনী রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর শুরু করে গণহ’ত্যা, নি’র্যা’তন, ধ’র্ষণ এবং অ’গ্নিসংযোগ। তাদের বর্বর অ’ত্যাচার ও নি’র্যা’তনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট এদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
 • 65
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  65
  Shares

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: [email protected]

Developed by: