cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বাহরাইনে প্রাইভেট’কারে ট্রাকের ধাক্কায় দুই বাংলাদেশিসহ পাঁচজন নি’হত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টায় দেশটির সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এ দুর্ঘ’টনা ঘটে।
নি’হত সোহাগ হোসেন, ৩৭, চাঁদপুর জে’লার হাজীগঞ্জ থা’নার দেশগাঁও গ্রামের জুনাব আলীর ছে’লে। দাদুন, ৩৫, মাদারীপুর জে’লার শি’বচর থা’নার উকিলকান্দি গ্রামের মতি মাদবরের ছে’লে।
সূত্রমতে, কর্মস্থল থেকে ফেরার পথে তারা এ দুর্ঘ’টনার শিকার হন। দুর্ঘ’টনায় নি’হত পাঁচজনের মধ্যে দুইজন বাংলাদেশি ও দুইজন পা’কিস্তানি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। অন্য একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। দুর্ঘ’টনায় গুরুতর আ’হত একজনকে স্থানীয় হাসপাতা’লের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাহরাইনে নিযু’ক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্ম’দ নজরুল ইস’লাম সংবাদমাধ্যমকে বলেন, এরইমধ্যে নি’হত ব্যক্তিদের বাড়িতে জানানো হয়েছে এবং তারা যে কোম্পানিতে কর্ম’রত ছিলেন সেই কোম্পানির মালিকদের সঙ্গে কথা হয়েছে।
তিনি বলেন, নি’হতদের ম’রদেহ দেশে পাঠানো ও তাদের যাবতীয় পাওনা আদায় করে স্বজনদের কাছে পাঠানোর সব ধরনের সহযোগিতা করবে বাংলাদেশ দূতাবাস।