cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মৌলভীবাজারে ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লি’ঙ্গের মাদ্রাসা’ নামে তৃতীয় লি’ঙ্গের মানুষদের জন্য মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজার শহরের দীনকুঠির মা’র্কে’টের দ্বিতীয় তলায় এটি স্থাপন করে ম’রহু’ম আহম’দ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশন।
উদ্বোধন অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজে’লা সমাজসেবা কর্মক’র্তা সোয়েব আহম’দ, ব্যবসায়ী সজল ঘোষ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও অন্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে তৃতীয় লি’ঙ্গের কেন্দ্রীয় নেতা খালেক বিশ্বা’স বলেন, ‘শ্রীমঙ্গল উপজে’লায় প্রায় ১২০ জন তৃতীয় লি’ঙ্গের মানুষ রয়েছেন। এদের মধ্যে ৫৫ জনের মতো মু’সলমান। মু’সলিম সম্প্রদায়ের এ তৃতীয় লি’ঙ্গের মানুষদের ইস’লাম শিক্ষায় শিক্ষিত করতে তারা এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। মাদ্রাসায় প্রতিদিন এক ঘণ্টা করে ক্লাস হবে। শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছেন মুফতি মা’রুফ আব্দুল্লাহ ও মুফতি আব্দুল্লাহ অরফে লালবাহাদুর।’
তিনি আরো জানান, শুরুতে ২০ জন তৃতীয় লি’ঙ্গের শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তারা ক্রমশ সবাইকে এ শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করবেন।