সর্বশেষ আপডেট : ১ ঘন্টা আগে
শনিবার, ৩ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর সিলেটের রাইয়ান

প্রাথমিকের গণ্ডি তখনও পেরোয়নি এস এম রাইয়ান চৌধুরীর। সেই বয়সেই তার কৌশলী লেগ স্পিনে ধরাশায়ী হতেন ব্যাটসম্যানরা। এ কারণে বোলিং করার জন্য ডাক পড়ত পাড়ার মাঠে।

রাইয়ান এখন পড়ছে ক্লাস সেভেনে। অবশ্য প্রাথমিক সমাপনী পাস করার পর তার বাবা-মা তাকে ভর্তি করিয়ে দেন সিলেট স্টেডিয়ামে। আর তখন থেকেই তার সামনে চলা শুরু।

কৌশলী বোলিংয়ের কারণে জায়গা করে নিয়েছে সিলেট ইয়ং টাইগার্স অনূর্ধ্ব ১৪ দলে। আর ২০২০ সালে সিলেট স্টেডিয়ামে বর্ষ সেরা বোলার হিসেবেও নির্বাচিত হয় রাইয়ান।

রাইয়ানের বাবা সিলেট নগরীর হাউজিং এষ্টেটের বাসিন্দা সোয়ের আহমদ চৌধুরী একজন আইনজীবী। আর মা শাহানা বেগম একজন কলেজ শিক্ষক। তারাই ছেলের উৎসাহ আর বোলিং প্রতিভা দেখে ভর্তি করিয়ে দিয়েছিলেন সিলেট জেলা স্টেডিয়ামে।

ক্রিকেটের পাশাপাশি পড়ালেখায়ও পিছিয়ে নেই মেধাবি রাইয়ান। পঞ্চম শ্রেনীর সমাপনি পরীক্ষায় জিপি-৫ অর্জন করেছে সে।

বর্তমানে ‘জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত। পাশাপাশি ‘গ্রিণ সিলেট ক্রিকেট একাডেমিতে ক্রিকেটের প্রশিক্ষণও নিচ্ছে সে।

রাইয়ান বলছিলো, ‘ছোট থেকেই ক্রিকেট পাগল হওয়াতে তার বাবা-মাও তাকে এ বিষয়ে সবসময় সাপোর্ট করে আসছেন। সিলেট ইয়ং টাইগার্সে অনূর্ধ্ব ১৪ দলে স্থান করে নিয়েছে। তার লক্ষ্য আর উন্নতি করার।’

‘বাংলাদেশের জাতীয় দলে খেলার স্বপ্ন আছে তার। তবে এজন্য স্টেপ বাই স্টেপ আগাতে চায় সে।– এমনটিও উল্লেখ করে রাইয়ান।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: