সর্বশেষ আপডেট : ৬ ঘন্টা আগে
মঙ্গলবার, ৬ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সুনামগঞ্জে রাস্তার অধিকাংশই ভাঙা, আতঙ্কে পর্যটকরা

পাহাড়, নদী, বন অ’পরূপ সৌন্দর্যের এক লীলাভূমি সুনামগঞ্জের তাহিরপুর উপজে’লার আইফেল টাওয়ার খ্যাত বারেকটিলা। এ টিলার চারপাশে রয়েছে নয়নাভিরাম দৃশ্য। তবে টিলায় নেই নিরাপত্তা সীমানা। এছাড়াও উঠানামা ও টিলার ভেতরের সাড়ে চার কিলোমিটারের আঁকাবাঁকা রাস্তার তিন কিলোমিটারই ভাঙা। এতে আতঙ্কে থাকেন বলে অনেক পর্যট’ক ক্ষোভ প্রকাশ করেছেন।

বিকল্প ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁ’কি নিয়ে বাধ্য হয়েই ভ্রমণ পিপাসুসহ সর্বস্তরের মানুষকে চলাচল করতে হচ্ছে এ রাস্তা দিয়েই।

দেশের উত্তর পূর্ব দিকের সুনামগঞ্জের তাহিরপুর উপজে’লার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়নের উত্তর সীমান্তে ভা’রতে মেঘালয় পাহাড় পূর্বে যাদুকা’টা নদী সংলগ্ন পর্যটন সমৃদ্ধ টিলার অবস্থান। প্রতিদিনই পরিবার পরিজন নিয়ে সময় কা’টাতে এসে টিলার চারপাশের সৌন্দর্যে ভ্রমণ পিপাসুরা সৌন্দর্যে মুগ্ধ হলেও ভাঙাচো’রা রাস্তায় দুর্ভোগের শিকার হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

স্থানীয়রা জানায়, টিলায় ২৪ বছর আগে সাড়ে চার কিলোমিটার রাস্তা পাকা করা হলেও আজ পর্যন্ত সংস্কার করা হয়নি। ফলে টিলার নিচ থেকে উপরে উঠতে গেলে দেখা যায়, আঁকাবাঁকা রাস্তার স্থানে স্থানে পাথর উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও রাস্তার রড উঠে যাওয়ায় বিভিন্ন যানবাহন চলাচল করতে গিয়ে দুর্ঘ’টনার শিকার হচ্ছেন পর্যট’করা। যানবাহন নিয়ে টিলার উপরে উঠা-নামা’র সময় অসাবধানতাবশত স্লিপ করলেই তিনশ ফুট নিচে যাদুকা’টা নদীতে পড়ে যাবার আশ’ঙ্কায় আতঙ্কিত থাকেন স্থানীয় এলাকাবাসীসহ পর্যট’করা।

উপজে’লার সচেতনমহল জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ১০ নভেম্বর তাহিরপুর উপজে’লায় শনির হাওর সংলগ্ন সদর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় টাংগুয়ার হাওর, বারেকটিলা, ট্যাকেরঘাটসহ এ অঞ্চলে পর্যটনশিল্প গড়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্থবায়নের দাবি জানিয়েছেন পর্যট’ক ও স্থানীয়রা।

ঢাকা থেকে আসা শাকুরা আক্তার সুষমা, সুমন, রাকিব হাসানসহ অনেক পর্যট’ক বলেন, ‘টিলার ওপর দাঁড়ালে হাতছানি দেয় মেঘ-পাহাড়। পাশে রুপের নদী যাদুকা’টা, প্রাকৃতিক সৌন্দর্য আর আঁকাবাঁকা পথ অসাধারণ। ভালো লেগেছে, পাহাড়-নদীর প্রাকৃতিক সৌন্দর্যের এতো কাছে আসতে পারে। কিন্তু টিলার উপরে উঠার রাস্তা ও ভেতরের যতটা আকর্ষণীয় তার চেয়ে বেশি ঝুঁ’কিপূর্ণ।’

উপজে’লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলম সাব্বির ও সমাজসেবক মাসুক মিয়া বলেন, ভ্রমণপিপাসুরা সৌন্দর্যে মুগ্ধ হলেও বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে হাজার হাজার পর্যট’কসহ বেড়াতে আসা সবাই অসন্তুষ্ট। রাস্তার অনেকাংশই ঝুঁ’কিপূর্ণ। বিকল্প পথ না থাকায় বাধ্য হয়ে জে’লা শহরের সঙ্গে পর্যট’ক ও স্থানীয় এলাকাবাসী ভাঙা রাস্তা দিয়েই উত্তর শ্রীপুর ও উত্তর বড়দল ইউনিয়নের মানুষ যোগাযোগ করে থাকে। এই রাস্তা সংস্কারের বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি জানাই।’

বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম বলেন, ‘বারেক টিলার আঁকাবাঁকা রাস্তাটি এখন পর্যট’কদের জন্য ঝুঁ’কিপূর্ণ হওয়ায় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মক’র্তাদের জানিয়েছি। কিন্তু সবাই কেবল আশ্বস্তই করেছে প্রয়োজনীয় উদ্যোগ নেয় নি।’

এ বিষয়ে উপজে’লা প্রকৌশলী ইকবাল কবির বলেন, ‘পর্যটন স্পট বারেক টিলার রাস্তাটির বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তাহিরপুর উপজে’লা নির্বাহী কর্মক’র্তা রায়হান কবির বলেন, ‘পর্যট’কদের সুবিধার্থে দ্রুত বারেকটিলার রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

এদিকে তাহিরপুর উপজে’লা পরিষদ চেয়ারম্যান করুন সিন্ধু চৌধুরী বাবুল বলেন, ‘উপজে’লা পরিষদের পক্ষ থেকে ও ব্যক্তিগতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত রাস্তাটি সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: