cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ভূমধ্যসাগর থেকে উ’দ্ধার হওয়া ১৩ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১.১৫ মিনিটে টার্কিশ এয়ারওয়েজের (TK 722) বিমান যোগে হযরত শাহ’জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেন বলে জানিয়েছেন ব্র্যাকের অ’ভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান।
মানব পাচারের শিকার এই ভুক্তভোগীদের ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য বর্তমানে বিমানবন্দর ইমিগ্রেশনের তত্বাবধানে আছেন। বিমানবন্দরের প্রবাসী কল্যান ডেস্কের সহযোগিতায় তাদের খাবার-পানিসহ জরুরি সব সহায়তা দিচ্ছ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
দেশে ফেরা ১৩ কর্মীর মধ্যে শরিয়তপুরের ৯, মাদারীপুর ২, চাঁদপুরের ১ ও কুমিল্লা জে’লার ১ জন রয়েছেন। এরা হলেন, শরিয়তপুরের মোশাররফ খান, সাগর চন্দ্র বর্মন, সামিম খা, রমজান সুয়েল, নাজমুল ফকির, মোঃ শাকিল হোসেন, সিপন হাওলাদার, সালাম হাওলাদার ও অনিক বেপারী। মাদারীপুরের রাশেদুল ইস’লাম ও শাকিল লসকর। চাঁদপুরের আবুল হোসেন এবং কুমিল্লার মোস্তফা কা’মাল।
ভুক্তভোগীরা জানান, চলতি বছরের শুরু দিকে দুবাই ভিজিট ভিসা নিয়ে প্রথমে দুবাই এরপর দুবাই থেকে লিবিয়া তারপর তিউনিসিয়া গিয়েছিলেন। সকলেই তিউনিসিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন।
এর আগে গত ১ জুলাই ১৭ জন এবং ২৪ মা’র্চ ৭ জন বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরে আসেন।