cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
১৯ বছর আগে ধ’র্ষণ মা’মলায় যাব’জ্জীবন কারাদ’ণ্ড ও অর্থদ’ণ্ড দ’ণ্ডিত হবার পর পালিয়ে বেড়ান হবিগঞ্জের চুনারুঘাট উপজে’লার মো. আশিকুর রহমান (৪৫)। দীর্ঘ ১৯ বছর পর চট্টগ্রাম জে’লার সীতাকুণ্ড থা’নাধীন এলাকা থেকে গ্রে’প্তার করে রেব-৯।
বুধবার (১৮ আগস্ট) চট্টগ্রাম জে’লার সীতাকুণ্ড থা’নাধীন ভাটিয়ারী এলাকার বাংলাদেশ মিলিটারি একাডেমির ১ নং গেইটের সামনে বিশেষ অ’ভিযান পরিচালনা করে তাকে গ্রে’প্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংবাদ বি’জ্ঞপ্তিতে এ তথ্য জানায় রেব।
রেব-৯, ব্যাটালিয়ন সদর (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লে. কর্নেল আবু মু’সা মো. শরীফুল ইস’লামের নেতৃত্ব এই অ’ভিযান পরিচালিত হয়।
রেব জানায়, আসামী মোঃ আশিকুর রহমানের বি’রুদ্ধে আ’দালত নারী ও শি’শু নি’র্যা’তন (বিশেষ বিধান) আইন, ১৯৯৫ এর ৯(খ) তৎসহ ১৪ ধারায় দোষী সাব্যস্থ করিয়া ২০০২ সালে যাব’জ্জীবন কারাদ’ণ্ডসহ ৫ হাজার টাকা জ’রিমানা এবং জ’রিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ’ণ্ডে দ’ণ্ডিত করা হয়। দ’ণ্ড প্রাপ্তির পর থেকে দীর্ঘ ১৯ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায় সে। বিষয়টি আইনগত প্রক্রিয়ামূলে রেব-৯ এর নজরে আসে এবং রেব-৯ তৎক্ষণাৎ পলাতক আ’সামিকে গ্রে’প্তারের লক্ষ্যে তৎপর হয়। অ’তঃপর ১৮ আগস্ট চট্টগ্রাম জে’লার সীতাকুণ্ড থা’নাধীন ভাটিয়ারী এলাকার বাংলাদেশ মিলিটারি একাডেমির ১ নং গেইটের সামনে একটি বিশেষ অ’ভিযান পরিচালনা করে তাকে গ্রে’প্তার করা হয়।
দ’ণ্ডিত পলাতক আ’সামি মো. আশিকুর রহমান (৪৫) হবিগঞ্জ জে’লার চুনারুঘাট থা’নার কেউন্দা গ্রামের বাসিন্দা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে রেব-৯ গ্রে’প্তারকৃত আ’সামিকে হবিগঞ্জ জে’লার চুনারুঘাট থা’নায় জিডি ও সাজা গ্রে’প্তারি পরোয়ানামূলে হস্তান্তর করে।