cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
কুলাউড়া থা’না পু’লিশের অ’ভিযানে হ’ত্যা মা’মলার পলাতক আ’সামি সিদ্দিক মিয়া কে গ্রে’প্তার করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) গাজীপুরের কাপাসিয়া থা’না এলাকা থেকে তাকে গ্রে’প্তার করে পু’লিশ। গ্রে’প্তারকৃত আ’সামি কুলাউড়া উপজে’লার মনছড়া বস্তির আব্দুল মালিকের ছে’লে।
কুলাউড়া থা’না পু’লিশ সূত্রে জানা যায়, অ’তিরিক্ত পু’লিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীরের সার্বিক দিক নির্দেশনা ও অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পু’লিশ পরিদর্শক (ত’দন্ত) আমিনুল ইস’লাম ও এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অ’ভিযান পরিচালনা করে আসামীকে গ্রে’প্তার করে।
উল্লেখ্য যে, গত ২১ জুলাই ঈদুল আযহার দিন বিকাল অনুমান ০৪.০০ ঘটিকায় ঈদের জামাতে খুতবা কে কেন্দ্র করে কুলাউড়া থা’নাধীন ১৩ নং কর্মধা ইউপির অন্তর্গত মনছড়া বস্তির বাদী মতিন মিয়ার সমতল খাস জমিতে প্রতিপক্ষ আনফর আলী ও তার পক্ষের লোকজন বাদীর ছে’লে ভিকটিম সুমন মিয়াকে চাকু দিয়া আ’ঘাত করে হ’ত্যা করে।
গ্রে’প্তারের বিষয়ে নিশ্চিত করে, কুলাউড়া থা’নার অফিসার্স ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, গ্রে’প্তারের পর আসামীকে আ’দালতে সোপর্দ করা হয়েছে।