সর্বশেষ আপডেট : ৮ ঘন্টা আগে
বুধবার, ৭ জুন ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সীমানায় প্রবেশ করায় দুই বাংলাদেশিকে মা’রধর, বিএসএফের দুঃখ প্রকাশ

লালমনিরহাটের পাটগ্রামে তিন বিঘা করিডোর গেটে ভা’রতের সীমানার একশ গজ ভেতরে চলে যাওয়ায় দুই বাংলাদেশিকে রাইফেল দিয়ে এলোপাতাড়ি মা’রধর করেছে ভা’রতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের পর দুঃখ প্রকাশও করেছে বিএসএফ।

সোমবার (১৬ আগস্ট) পতাকা বৈঠকের জন্য সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সবধরনের চলাচল বন্ধ থাকে। এতে সীমানার দুপাশে শতাধিক মানুষ আ’ট’কা পড়েন।

মা’রধরের শিকার দুজন হলেন- নীলফামা’রীর ডিমলা উপজে’লার দক্ষিণ খড়িবাড়ি গ্রামের আব্দুল করিমের ছে’লে জয়নাল আবেদীন (৩২) ও একই এলাকার রশিদুল ইস’লামের ছে’লে আল মামুন (৩০)।

৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার নজরুল ইস’লাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুই বাংলাদেশি যুবক ভুলবশত ভা’রতীয় তিনবিঘা করিডোর গেট ও সড়ক ট্রাফিক পয়েন্টের বাম দিকের সড়ক হয়ে মোটরসাইকেল নিয়ে প্রায় একশ গজ ভেতরে প্রবেশ করে। এ সময় তিনবিঘা ক্যাম্পের টহল দলের বিএসএফ সদস্যরা ওই দুই বাংলাদেশিকে আ’ট’ক করে রাইফেল দিয়ে এলোপাতাড়ি মা’রধর করে। পরে তারা পানবাড়ি চেকপোস্টে গিয়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের মা’রধরের ঘটনা জানায়। বিজিবি তাৎক্ষণিক বাংলাদেশি দুই যুবককে মা’রধরের প্রতিবাদ করে এবং পতাকা বৈঠকের আহ্বান জানায়। পরে সন্ধ্যা ৬টায় তিনবিঘা করিডোর গেটের পানবাড়ি অংশের রাস্তায় দাঁড়িয়ে দুদফা পতাকা বৈঠক করে বিএসএফ ও বিজিবি।

নজরুল ইস’লাম আরও জানান, ভা’রতীয় তিনবিঘা করিডোর ও ভীম ক্যাম্পের কোম্পানি কমান্ডারসহ অন্যান্য কর্মক’র্তারা বৈঠকে অংশ নেয়। এ সময় দুই বাংলাদেশিকে মা’রধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তারা। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলেও আশ্বা’স দেন। দুই ঘণ্টা বৈঠকের পর তিন বিঘা করিডোর গেট ও সড়ক ছেড়ে দেয়া হয়।

উল্লেখ্য, ভা’রতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি ও আলোচনার মাধ্যমে ২০১১ সালের ১৯ অক্টোবর আ’লোচিত তিনবিঘা করিডোর গেট ২৪ ঘণ্টা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: