cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ জন যাত্রী নি’হত হয়েছেন। সোমবার সকাল ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেট এলাকার এ দুর্ঘ’টনায় ২ জন নারী ও ৪ জন পুরুষ নি’হত হন।
নি’হতরা হলেন- জে’লার চুনারুঘাট উপজে’লার শ্রী বাউত গ্রামের আকবর আলীর স্ত্রী’ রাহেলা খাতুন, একই গ্রামের সফর আলীর ছে’লে স্বপন মিয়া, আবুল হোসেনের ছে’লে আব্দুল আহাদ, শায়েস্তাগঞ্জ উপজে’লার বরমপুর গ্রামের আনফর আলীর ছে’লে আলা উদ্দিন, চুনারুঘাট উপজে’লার পান্ডাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছে’লে সোহাগ মিয়া ও হনুফা বেগম।
নি’হতরা সবাই অলিপুরস্থ প্রা’ণ আরএফএল কোম্পানির শ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উ’দ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতা’লে প্রেরণ করে ফায়ার সার্ভিস কর্মীরা।
শায়েস্তাগঞ্জ থা’নার ওসি অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে অলিপুরগামী একটি অটোরিকশা নছরতপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৬ জন নি’হত হন।
এদিকে,খবর পেয়ে নি’হতের স্বজনরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতা’লে গিয়ে ভিড় জমায়।