cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
দীর্ঘদিন ধরে আ’ফগা’নিস্তানের কারাগারে ব’ন্দি চার বাংলাদেশির তিনজন এখন মুক্ত বলে জানিয়েছেন কাবুল দেখভালের দায়িত্বপ্রাপ্ত তাসখন্দে নিযু’ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম।
রোববার সন্ধ্যায় মানবজমিনের সঙ্গে আলাপে রাষ্ট্রদূত বলেন, কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর তা’লেবানরা একের পর এক জে’লের দরজা খুলে দেয়ার প্রেক্ষিতে ওই ৩ বাংলাদেশি বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে তথ্য পেয়েছি। তারা আ’ফগা’নিস্তানের বৃহত্তম কারাগার পুল-ই-চরখিতে ব’ন্দি ছিলেন। প্রায় ৫০০০ ব’ন্দির ধারণ ক্ষমতাসম্পন্ন ওই কারাগারটি রাজধানী কাবুলের অদূরে অবস্থিত।
‘অ’বৈধপন্থায় ভিওআইপি ব্যবসা পরিচালনা এবং তা’লেবানদের সহায়তা’র অ’ভিযোগে আ’ট’ক ওই চার বাংলাদেশির বিষয়ে তথ্য পাওয়া এবং তাদের মুক্ত করতে দায়িত্ব গ্রহণের পর থেকে তাসখন্দে নিযু’ক্ত আ’ফগা’ন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকসহ নানামুখী কূটনৈতিক তৎপরতা চলছিলো বলে জানান রাষ্ট্রদূত মিস্টার আলম।
দূতাবাসের তথ্য মতে, মুক্ত হওয়া ৩ বাংলাদেশি হলেনÑ খুলনার দৌলতপুর উপজে’লার মঈন আল মেজবাহ, রাজধানীর মিরপুরের (ভাষানটেক) কাওসার সুলতানা এবং ফেনীর ফুলগাজী উপজে’লার উবাইদুল্লাহ হারুন। দূতাবাসের রেকর্ড মতে, জে’লে থাকা অ’পর বাংলাদেশি সিরাজ আবদুস সাত্তারের কোনো হদিস এখনো মিলেনি। বাংলাদেশের কোন জে’লা বা উপজে’লায় তার বাড়ি সে স’ম্পর্কেও কোনো তথ্য নেই বলে জানিয়েছে তাসখন্দ মিশন।
এদিকে আ’ফগা’নিস্তানে থাকা বাংলাদেশিদের এখন পর্যন্ত কোনো হতাহত বা বিপদে পড়ার খবর পাননি দাবি করে রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম বলেন, ব্র্যাক ইন্টারন্যাশনালের ৬ জন কর্মক’র্তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে