cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ভিক্ষা করতে বিভিন্ন বাসা বাড়িতে যান। ভিক্ষাও চান। ভিক্ষা দিতে বাড়ির মানুষ যখন ভেতরে যান তখনই ঘর থেকে জিনিসপত্র নিয়ে পালিয়ে যান তারা! চট্টগ্রামে এমন অ’ভিনব পন্থায় চু’রি করতে গিয়ে গ্রে’প্তার হয়েছেন মা-মে’য়ে পুতুল বেগম (৪০) এবং নারমিন (২০)।
রোববার (১৫ আগস্ট) দুপুরে ডবলমুরিং মডেল থা’নার মৌলভীপাড়ার কা’মা’র গলি থেকে তাদের গ্রে’প্তার করা হয়।
ডবলমুরিং থা’নার ওসি মোহাম্ম’দ মহসীন বলেন, গ্রে’প্তার মা-মে’য়ে পেশাদার চো’র। তারা ছদ্মবেশে বিভিন্ন বাসা বাড়িতে যান। সেসব বাসা-বাড়িতে ভিক্ষা চান। তাদেরকে ভিক্ষা দেওয়ার জন্য যখন গৃহক’র্তা বা গৃহকর্ত্রী ভেতরে যান, তখনই মা-মে’য়ে সুযোগ বুঝে ঘরের ভেতরে ঢুকে পড়েন এবং সামনে যা পান তাই নিয়ে আসেন। ভেতর থেকে ভিক্ষা আনতে সাধারণত গৃহক’র্তা বা গৃহকর্ত্রীর খুব বেশি সময় লাগে না। সর্বোচ্চ ২০ থেকে ৩০ সেকেন্ড। তাই এই সময়ের মধ্যেই হাতের সামনে যা পান তাই নিয়ে চলে আসেন মা- মে’য়ে। তাই মোবাইল, ল্যাপটপ, ভ্যানিট ব্যাগ ইত্যাদিই তাদের চু’রির মূল টার্গেট। আজও তারা এই কায়দায় এক বাসা থেকে চু’রি করতে গিয়ে চু’রির মোবাইলসহ হাতেনাতে ধ’রা পড়েন। তাদের বি’রুদ্ধে মা’মলা দায়ের করা হয়েছে।