cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
কথিত ‘অখণ্ড ভা’রত’র মানচিত্রে বাংলাদেশকেও একী’ভূত করে বিজেপি নেতা দিলীপ ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। তার এই পোস্টে সমালোচনার ঝড় উঠেছে।
শনিবার (১৪ আগস্ট) দিলীপ তার ভেরিফায়েড পেজে এ পোস্ট দেন। সেখানে অদ্ভুত ধারণাপ্রসূত আজ ১৪ আগস্ট অখণ্ড ভা’রতের সংকল্প দিবস, শপথ গ্রহণের দিন’ উল্লেখ করে কথিত ‘অখণ্ড ভা’রত’র একটি চিত্র দেন পশ্চিমবঙ্গ বিজেপির এই সভাপতি।
মানচিত্রের ওপরে লেখা, ‘কা’শ্মীর হতে কন্যাকুমা’রী, গান্ধার হতে ব্রহ্ম’দেশ, এই তো মোদের ভা’রতবর্ষ এই তো মোদের পূণ্যদেশ।’ দিলীপের এই পোস্টের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।
অ’ভিজিৎ শীল নামে একজন মন্তব্যের ঘরে লেখেন, ‘এসব উল্টাপাল্টা জিনিস বললে লোকে কিন্তু পাগল বলতে পারে…। যদি কোনো দেশ স্বেচ্ছায় ভা’রতের সঙ্গে যু’ক্ত হতে চায় তবে সেটা হতেই পারে সংবিধান অনুযায়ী, কিন্তু এ রকম করে প্রতিবেশী বন্ধু দেশগুলোকে চটাবার কোনো দরকার নেই বলে আমি মনে করি।’
সপ্তর্ষি দত্ত নামে একজন উপহাস করে লিখেছেন, ‘আরে আরে মশাই আ’ফগা’নিস্তান, থাইল্যান্ড, আর চীন ছেড়ে দিলে কেনো ওদেরকেও ম্যাপ-এ ঢোকা!’
শুভম পাল নামে একজন আরও এক কাঠি সরেস হয়ে লিখেছেন, ‘দাদা বলি ম্যাপটাকে টেনে টুনে কাতার অব্দি নিয়ে যান। সামনের বছর দেশে বসে লাইভ বিশ্বকাপ দেখতে পারবো।’ সূত্র: জাগোনিউজ