cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইস’লাম জানিয়েছেন, তা’লেবানের আহ্বানে যু’দ্ধ করার জন্য কিছু বাংলাদেশি আ’ফগা’নিস্তান গেছেন। এসময় যারা তা’লেবানের ডাকে সাড়া দিয়ে যু’দ্ধ করতে আ’ফগা’নিস্তানে যাচ্ছে তারা দেশেও ছোট ছোট ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করেন তিনি।
আজ শনিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু স্মৃ’তি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ১৫ আগস্টে যেকোনো ধরনের জ’ঙ্গি হা’মলা প্রতিরোধে প্রস্তুতির কথা জানান শফিকুল ইস’লাম।
ডিএমপি কমিশনার আরও বলেন, দেশ থেকে তা’লেবানদের সঙ্গে যু’দ্ধ করার জন্য ইতোমধ্যে কিছু মানুষ দেশ ত্যাগ করেছে। আম’রা ধারণা করছি, কিছু মানুষ ভা’রতে ধ’রা পড়েছে। আর কিছু মানুষ হেঁটে বা অন্য উপায়ে আ’ফগা’নিস্তানের পৌঁছানোর চেষ্টা করছে।
তিনি বলেন, জ’ঙ্গিদের নজরদারির জন্য সাইবার তৎপরতা বাড়ানো হয়েছে। এখন সারা পৃথিবী সাইবার ওয়ার্ল্ডের মধ্যে ব’ন্দি হয়ে গেছে। জ’ঙ্গিরাও সাইবার মিডিয়ামগুলো ব্যবহার করে তাদের রিক্রুটমেন্ট করার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে আম’রা যে প্রবণতাগুলো দেখছি তা হলো, আ’ফগা’নিস্তানের যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে তা’লেবানদের পক্ষ থেকে।
তিনি আরও বলেন, জ’ঙ্গিরা থেমে নেই।
বাংলাদেশে যাতে আর একটিও জ’ঙ্গি হা’মলার ঘটনা না ঘটে সে ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শুধু আম’রা না, সাইবার ওয়ার্ল্ডে বিভিন্ন সংস্থা তাদের মনিটর করার চেষ্টা করছে। যখনই স’ন্দেহভাজন কিছু পাওয়া যায়, আমাদেরকে জানানো হয়। যত গোয়েন্দা সংস্থা আছে সবাই তৎপর আছে।