cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রা’ণকেন্দ্র কুইন্সের জ্যাকসন হাইটসে ১০ আগস্ট মঙ্গলবার ভ’য়াবহ স’ন্ত্রাসী ঘটনা ঘটেছে। ৭৩ স্ট্রিট ও ৪১ অ্যাভিনিউর একটি অ্যাপার্টমেন্ট ভবনের পেন্টহাউজে স’ন্ত্রাসীরা অ্যানেস্টি বুলগারেৎসি (২৬) নামে এক যুবককে উপর্যুপরি ছু’রিকাঘাত করে হ’ত্যা করেছে। তারা ওই যুবককে হ’ত্যা করেই ক্ষান্ত হয়নি, এ ঘটনা ভিন্নখাতে নিতে এপার্টমেন্ট ভবনে শক্তিশালী বি’স্ফোরণ ঘটিয়ে আ’গুন ধরিয়ে দেয়।
সকাল আনুমানিক সাড়ে ১০টায় হঠাৎ বিকট শব্দে কেপে ওঠে জ্যাকসন হাইটস এলাকা। মুহূর্তে ৭২ স্ট্রিট ও ৪১ অ্যাভিনিউর এপার্টমেন্ট ভবনের ছাদে দাউদাউ করে আ’গুন জ্বলে ওঠে। খবর পেয়ে পু’লিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে যায়। এরমধ্যে ভবনের উপরিভাগের দেয়াল হেলে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা আ’গুন নিয়ন্ত্রণে আনার পর ভবনটির বাসিন্দাদের সুরক্ষা দিতে বিভিন্ন এপার্টমেন্টে খোঁজ নেয়। এসময় তারা পেন্টহাউজের একটি বাথরুম অ্যানেস্টি বুলগারেৎসির নিথর দেহ উ’দ্ধার করে। তার শরীরে উপর্যূপরি ছু’রি আ’ঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলে তাকে মৃ’ত ঘোষণা করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নি’হত যুবকের পরিচয় জানাতে পারেনি পু’লিশ।
পু’লিশ প্রাথমিকভাবে ধারণা করছে- হ’ত্যাকা’ণ্ড ধামাচাপা দিতে হ’ত্যাকারী ভবনের ছাদে ভ’য়াবহ বি’স্ফোরণ ঘটিয়ে আ’গুন ধরিয়ে দিয়েছে। ঘটনাস্থলে দমকল কর্মক’র্তারা জানিয়েছেন, বি’স্ফোরণে অ্যাপার্টমেন্ট ভবনের কিছু অংশ উড়ে গেছে।
ফায়ার সার্ভিসের প্রধান থমাস কুররাও ঘটনাস্থলে বলেছিলেন যে আ’গুনের কারণে পেন্টহাউজের কাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আ’গুন নেভাতে গিয়ে চারজন দমকলকর্মীও সামান্য আ’হত হয়েছেন।
এদিকে এ হ’ত্যাকা’ণ্ড, বি’স্ফোরণ ও অ’গ্নিকা’ণ্ডের খবর ছড়িয়ে পড়লে জ্যাকসন হাইটস এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।